বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাল-সবুজের বাসে করে সংবর্ধনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। সড়কের দুই পাশে অবস্থান নিয়ে তাকে হাত নেড়ে অভিবাদন জানাচ্ছে লাখো জনতা।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে লন্ডন থেকে তাকে বয়ে আনা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর সেখানে লাউঞ্জে আত্মীয়-স্বজন ও দলীয় নেতাদের সঙ্গে কুশল বিনিময় ও আনুষ্ঠানিকতা শেষে রওনা দেন তারেক রহমান।
বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল থেকে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান সম্বলিত লাল-সবুজ রঙের একটি বাসে করে তারেক রহমান যাত্রা করেন ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’র সংবর্ধনা মঞ্চে। বাসটির সঙ্গে নিরাপত্তা বহর রয়েছে।
বিমানবন্দর থেকে সংবর্ধনাস্থল পর্যন্ত সড়কের দু’পাশে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তারা স্লোগান, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে প্রিয় নেতাকে এক নজর দেখার অপেক্ষায় রয়েছেন।
পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের সংবর্ধনা মঞ্চে সংক্ষিপ্ত বক্তব্য রেখে তারেক রহমান তার মা খালেদা জিয়াকে দেখতে বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে যাবেন। পরে গুলশান-২ এর ১৯৬ নম্বর বাড়িতে যাওয়ার কথা রয়েছে তার।
আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে তারেক রহমানের যাত্রা সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।