তুই ছিলি উড়ন্ত পাখি
বেঁধে ছিলি ক্ষণিকের বাসা
আমার বুকের ছোট্ট গহীন নীড়ে!
কত আদর সোহাগ ভালোবাসায়
তোকে আমি রেখে ছিলাম ঘিরে।
হঠাৎ করেই উড়ে যাবে পাখি?
কখনো ছিলো না মোর জানা!
যাবার আগে যদি বলে যেতে
পাখি করতাম না মানা ।
বুকের নীড়টা শূন্য আমার
আজ লাগছে ভীষণ একা !
জানিনা পাখি কার মায়ায় জড়িয়ে ,
আমার নীড়টা করে রেখেছো ফাঁকা।
দূর-দূরান্ত বহুদূর উড়িছ তুই,
জানিনা এখন আছিস কার বুকের নীড়ে??
খুঁজি বেড়ায় আজও তোকে
আমার বুকের ছোট্ট গহীন নীড়ে।
পাই না দেখা পাখি তোর!
জানিনা তুই আছিস কত দুরে,
তোর বিরহে বুকের মধ্যে খাঁচাটা
এখন দিবানিশি শুধুই পোড়ে।
ভেবে ছিলাম বাঁধবো ঘর তোকে
নিয়ে আমার বুকের ছোট্ট নীড়ে!
জনম জনম থাকবো মোরা
সুঃখ-দুঃখ মিলেমিশে ভাগ করে।
উড়ে যদি যাইবি পাখি তুই
এই ছিলো মনের তোর আশা!
মিথ্যা স্বপ্ন দেখিয়ে কেন?
ভেঙে দিলি তুই,আমার লুকিয়ে
থাকা মন গহীনের ভালোবাসা।