Name: Asmaul Husna (Khushi) Study: Satkhira Govt. College Dept: Management 4th Year

ওই দেখা যায় সন্ধ্যার আকাশে
উঠেছে ইদের বাঁকা চাঁদ
রাতের শেষে ভোরের আলোতে
ভরে উঠবে খুশির ইদ আনন্দ প্রভাত।
অসহায়দের মধ্যে মা গো
দেখিনা সেই আনন্দ উল্লাস।
সাজতে পারে না মা গো ওরা
মেহেদির সাজে আজ
দেখিনা মা গো ওদের
পড়তে ইদে নতুন জামা-কাপড়
ওদের দেখে মা গো আমার
বুকের ভিতর হচ্ছে ক্ষত-বিক্ষত।
দেখো না মা গো,
ইদের দিনেও যায় না দেখা
ওদের বাড়িতে করতে কিছু রান্না।
অসহায়দের জন্য মা গো,
উঁচুতলার মানুষদের হয় না কি করুনা।
অসহায়দের জীবন কি মা গো
এমনি হয়,
ওদের জন্য মা গো আমার
বড্ড কষ্ট হয়।
তুমি তো আমায় বলতে মা গো
আল্লাহ সবাইকে সৃষ্টি করেছে
একই নিয়ম - ধারায়
তবে মানুষের মাঝে কেন দন্দ তৈরি হয়।
আল্লা -তত্ত্ব জানেনা কি ওরা;যিনি সর্বশক্তিমান?
শক্তি পেলো না জীবনে যে জন,সে নহে মুসলমান।
ঈমানের কথা বলতে শুনি
কিছু মুখোশ ধারী উঁচুতলার মানুষের মুখে
আসলে তাদের চিন্তা চেতনা কি?
ঈমান কি এতো সোজা?
ঈমানদার হইয়া কি কেহ বহে শয়তানি বোঝা?
এই দুনিয়ার পূর্ণ যার ঈমান,
শক্তিধর সে হারমানতে পারে ইঙ্গিতে আসমান।