সাতক্ষীরা জেলার পাটকেলঘাটায় পারিবারিক কলহের জেরে গৃহবধু মৌসুমী সাহা (টুম্পা) (৩০) আত্নহত্যার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আত্নহত্যার পূর্বে তিনি একটি চিরকুট লিখে যান।
সূত্রে জানা যায়, পাটকেলঘাটার পল্লীবিদ্যুৎ রোডের স্কুল শিক্ষক উৎপল সাহা তার স্ত্রী মৌসুমী সাহা ও একমাত্র মেয়েকে নিয়ে বসবাস করে আসছিল। কিন্তু শিক্ষক উৎপল ও তার পিতা অবঃ শিক্ষক দ্বীবন্ধুর মাঝে পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন যাবত বাকবিতন্ডা চলে আসছিল। এমনকি ঘটনার আগের দিন পর্যন্ত ঐ বাড়িতে চরম উত্তেজনা ছিল বলে জানা যায়। মঙ্গলবার বিকালে কেউ বাড়িতে না থাকার সুবাদে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেচিয়ে উৎপলের স্ত্রী মৌসুমী সাহা টুম্পা আত্নহত্যা করেন। মৃত্যুর পুর্বে তিনি একটি চিরকুট লিখে যান। যেখানে তার মৃত্যুর জন্য শ্বশুর শ্বাশুড়ীকে দায়ী এবং শাস্তি দাবি করেন। নিহত টুম্পার শ্বশুর শ্বাশুড়ীকে থানা হেফাজতে নেয়া হয়েছে। পাটকেলঘাটা থানার ওসি তদন্ত জেল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আগামীকাল গৃহবধুর পোষ্টমর্টামেরর জন্য পাঠানো হবে বলে জানান।