যে আকাশ আজ মেঘে
ছন-ছন সাজিয়াছে তোমার
বিরহে কারণ,
ছন-ছন মেঘ
ফেটে যে বৃষ্টি হবে শুধু
তোমারই বিরহী কান্নার কারন।
ভিজিয়ে তোমায় মুছে দিবে
তোমার চোখের কান্তিময় কাজল!
থাকবে না তোমার বুকে বিরহের অনল,
এখন যে মধুময়ী ফাল্গুন।
চলনা সখী আজ ঘুরে
আসি হয়ে বসন্তের পাখি,
গাইবো গান থাকবে তুমি
পাশাপাশি,সব ভুলে
গিয়ে দিবে তুমি চাঁদ
মুখে মধুর হাসি।
সখী গো আজ যে বলতে
ইচ্ছে করে তোমায়,বসন্তের
পাখির মত সুর,তোমায় আমি
আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি।