কুষ্টিয়ার খোকসা উপজেলার শোমসপুর ইউনিয়নের ধুশুন্ড গ্রামবাসী বৃহস্পতিবার সকালে চলন্ত ট্রেন থামিয়ে রেলগেট স্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শোমসপুর ইউনিয়নের ধুশুন্ড গ্রামের রেলক্রসিং এলাকায় দীর্ঘদিন ধরে কোনো রেলগেট বা প্রহরী না থাকায় এলাকাবাসী চরম ঝুঁকির মধ্যে দিয়ে চলাচল করছেন। প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ হাজারো মানুষ এই পথে যাতায়াত করেন। একাধিক দুর্ঘটনাও ইতোমধ্যে ঘটেছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, “আমরা বারবার রেলওয়ে কর্তৃপক্ষ ও প্রশাসনের কাছে আবেদন করেছি, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আজ আমরা বাধ্য হয়েছি ট্রেন থামিয়ে আমাদের দাবি জানাতে।”
প্রায় আধাঘণ্টা চলন্ত ট্রেন থামিয়ে এলাকাবাসী রেলগেট স্থাপনের জোর দাবি জানান। পরে রেলওয়ে পুলিশ ও প্রশাসনের আশ্বাসে তারা মানববন্ধন স্থগিত করেন এবং ট্রেনটি পুনরায় চলাচল শুরু করে।
মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ শতাধিক মানুষ অংশ নেন।
স্থানীয় প্রশাসন জানিয়েছেন, এলাকাবাসীর দাবি বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।