গণমানুষের কল্যাণে কাজ করার প্রত্যয়ে গঠিত সংগঠন বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন-এর সাতক্ষীরা জেলা শাখার প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

১১ অক্টোবর শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় শহরের নাজমুল সরণীস্থ ম্যানগ্রোভ সভাঘরে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, সভার শুরুতেই অনলাইনে উদ্বোধন ঘোষণা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অংচিংনু মারমা, সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আজগার আলী, পরিচিতি পর্বে জেলার বিভিন্ন পদাধিকারী ও সদস্যরা নিজেদের বক্তব্যে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-সভাপতি কাজী শামছুর রহমান, সাধারণ সম্পাদক মো. আজগার আলী, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ রেজওয়ান আলি, অর্থ সম্পাদক আতিকুর রহমান খান ছট্টু, সাংগঠনিক সম্পাদক মোতাসিম বিল্লাহ আল মাহমুদ, ডাক্তার মফিজুর রহমান, ফারজানা রুবি মুক্তি, যুগ্ম সাধারণ সম্পাদক মতিয়ার রহমান রুবেল, শিক্ষা সম্পাদক মো. হাবিবুল্লাহ, শেখ মাসুম বিল্লাহ, শেখ আবু জাফর, শামীম খান, নুর হোসেন, ফজিলাতুন্নেসা, মো. আহাজ উদ্দীন, মো. আব্দুল মজিদ, মারুফ আহম্মদ খান, বাসুদেব কুমার মন্ডল, এবং প্রকাশনা সম্পাদক শেখ মনিরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন মানবকল্যাণে নিবেদিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সমাজের প্রান্তিক জনগোষ্ঠী, অসহায়, দুস্থ ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই এ সংগঠনের মূল উদ্দেশ্য।
সভায় বক্তারা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও যুগোপযোগী করতে যৌথ উদ্যোগ ও পরিকল্পনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন, তাঁরা বলেন, সমন্বিত প্রচেষ্টা ও ঐক্যবদ্ধ মনোভাবের মাধ্যমে সাতক্ষীরাকে একটি মানবিক সমাজে পরিণত করা সম্ভব।
পরিশেষে সকল সদস্য মিলে গণমানুষের সেবায় একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।