কুষ্টিয়ার খোকসায় “আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)” খোকসা উপজেলা শাখার উদ্যোগে সংগঠক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টায় খোকসা উপজেলার জাবাল ই নুর কমপ্লেক্সে মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আবু বক্কর সিদ্দিক, সাবেক ভাইস চেয়ারম্যান খোকসা উপজেলা পরিষদ ও আহ্বায়ক, আমার বাংলাদেশ পার্টি কুষ্টিয়া জেলা শাখা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস. এম. বিলাল মাহমুদ বিপ্লব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কুষ্টিয়া জেলা শাখা; মাওলানা কাজী রেজাউল করিম, যুগ্ম আহ্বায়ক কুষ্টিয়া জেলা শাখা; রকিবুল ইসলাম আকাশ, অফিস সেক্রেটারি কুষ্টিয়া জেলা শাখা; মাজেদুল ইসলাম অনিক, আহ্বায়ক কুষ্টিয়া সদর উপজেলা; আনোয়ার হোসেন আলেম, আহ্বায়ক খোকসা পৌরসভা; মো. সিরাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক খোকসা পৌরসভা; মো. হাউস আলী, সেক্রেটারি খোকসা পৌরসভা; মো. রমজান আলী লিটন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব খোকসা উপজেলা শাখা; আব্দুর রাজ্জাক, আহ্বায়ক খোকসা পৌরসভা ৯নং ওয়ার্ড এবং মো. রিয়াজ মোল্লা, সদস্য সচিব কুমারখালী উপজেলা শাখা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌধুরী মাওলানা মুক্তার হোসাইন, আহবায়ক খোকসা উপজেলা শাখা, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
সমাবেশে বক্তারা বলেন, “আমার বাংলাদেশ পার্টি জনগণের অধিকার প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে একটি ন্যায়ের বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর।”
স্থানীয় নেতৃত্বসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।