সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খোকসা উপজেলায় চলছে পূজার মহোৎসব। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পূজামণ্ডপগুলোতে প্রতিদিন ভক্ত-দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে।

এরই ধারাবাহিকতায় মো. রিপন হোসেন যুগ্ম আহ্বায়ক (সাবেক) খোকসা পৌর বিএনপি বুধবার ১ অক্টোবর সকাল থেকে খোকসা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। পূজা মণ্ডপে গিয়ে পূজার সার্বিক খোঁজখবর নেন এবং আর্থিক সহযোগিতা প্রদান করেন।
পরিদর্শনকালে মো. রিপন হোসেন পূজার আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন এবং উপস্থিত ভক্তদের উদ্দেশে বলেন, “তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের বার্তা আমি আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। এছাড়া, যদি কোনো সমস্যা বা আপদ-বিপদে পড়েন, সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন।”
এ সময় শতশত মোটরসাইকেলের বহর ও কর্মী-সমর্থকরা তাকে সঙ্গ দেন। বিভিন্ন পূজামণ্ডপের আয়োজক কমিটি এবং স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।
উল্লেখ্য, খোকসা উপজেলায় মোট ৫৯টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষজনের উপস্থিতি উৎসবকে এক ভিন্ন মাত্রায় নিয়ে গেছে।