সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের মাছখোলা যুব সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কিত ডকুমেন্টারি প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৯ সেপ্টেম্বর সোমবার নতুন বাজার চাতাল চত্ত্বরে সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কিত ডকুমেন্টারি প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আন্দোলনের শহীদদের স্মরণে আয়োজিত এই শিক্ষামূলক অনুষ্ঠানে প্রদর্শিত হয় একটি তথ্যবহুল প্রামাণ্য চিত্র। এতে ৩৬ জুলাইয়ের ঘটনার পটভূমি, আন্দোলনের ধারাবাহিকতা, শহীদদের সংগ্রাম ও ত্যাগ তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি খুলনা অঞ্চল পরিচালক ও সাতক্ষীরা-২ আসনের (দাঁড়িপাল্লা) প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়নের আমির মাওলানা জাকির হোসাইন’র সভাপতিত্বে ও মধ্য মাছখোলা বায়তুল আমান জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি আলম’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সভাপতি আল মামুন।
এসময় আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াত ইসলামীর সাতক্ষীরা জেলা শাখার সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক ও জেলা শূরা কর্মপরিষদ সদস্য প্রফেসর আব্দুর ওয়ারেছ, সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুস সবুর, সাতক্ষীরা সরকারি কলেজে ছাত্রশিবিরের সভাপতি মুহা. রফিকুল ইসলাম প্রমুখ।
প্রদর্শনীর আয়োজকরা সবাইকে ইতিহাস জানতে ও অন্যদের জানাতে আহ্বান জানান।
তারা বলেন, সত্য লুকিয়ে রাখা যাবে না, ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলন চলবেই।