দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বো আগামীর শুদ্ধতা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় সপ্তাহব্যাপী দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

"দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বো আগামীর শুদ্ধতা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় সপ্তাহব্যাপী দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ এর ৫ম দিনে ৪র্থ চক্রে ৮টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়।
২৩ সেপ্টেম্বর মঙ্গলবার সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনার আয়োজনে ও সাতক্ষীরা জেলা প্রশাসনের সহযোগিতায় এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বাস্তবায়নে ৪র্থ চক্রে সাতক্ষীরা সদর উপজেলা ও সাতক্ষীরা পৌরসভার দুটি মিলে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমানের সভাপতিত্বে ও সদস্য আব্দুল ওহাব আজাদের সঞ্চালনায় আজকের বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মো. মোজাম্মেল হোসেন, বর্তমান সদস্য রেবেকা সুলতানা ও জি.এম নাজমুল আরিফ, শিক্ষক শেখ মোবাশ্বেরুর রহমান, মো. আলমগীর কবির, খালেদা খাতুন ও বিপাশা রানী।
বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মো. সাকিবুর রহমান।
বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সাতক্ষীরা সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক সন্দীপ দাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মো. শরিফুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম ও জেলা আইসিটি অফিসার মো. শরিফুল ইসলাম।
৪র্থ চক্রে শাঁখরা কোমরপুর আব্দুল গণি মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে ধুলিহর-ব্রহ্মরাজপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় চুড়ান্ত পর্বে এবং নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়কে হারিয়ে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চুড়ান্ত পর্বে।
আগামীকাল ৫ম চক্রে চুড়ান্ত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।