সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) প্রতিদিনই প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে।

বিজিবির অক্লান্ত পরিশ্রমের কারণে সীমান্তবর্তী এলাকায় চোরাকারবারিদের দৌরাত্ম্য অনেকাংশে হ্রাস পেয়েছে। প্রতিদিন লাখ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করে বিজিবি জনগণের আস্থা অর্জন করেছে।
অভিযানের ধারাবাহিকতায় ১৯ সেপ্টেম্বর শুক্রবার প্রায় ৬ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। জনগণ মনে করছে, বিজিবির এ কঠোর অবস্থান সীমান্তে অবৈধ কর্মকাণ্ড বন্ধে বড় ভূমিকা রাখছে।
বিজিবি জানিয়েছে, এই অভিযান অব্যাহত থাকবে এবং চোরাকারবারিদের বিরুদ্ধে তাদের যুদ্ধ চলমান থাকবে।