সাতক্ষীরা গোয়েন্দা পুলিশ ডিবি'র পৃথক অভিযানে ২৫ বোতল ভারতীয় মাদক কোরেক্স সিরাপ ও ৫৩ পিচ ইয়াবাসহ দু'জনকে আটক করা হয়েছে।
রোববার (৩ আগস্ট) সন্ধ্যায় সাতক্ষীরা সদরের যুগরাজপুর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা সহ এক জনকে ও রাত ২ টার দিকে দেবহাটার কুলিয়া ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে অপর এক জনকে ভারতীয় মাদক কোরেক্সসহ আটক করে গোয়েন্দা পুলিশ।
আটককৃতরা হলেন সাতক্ষীরার সদরের কাশিমপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মো. মিজানুর রহমান (৪০) ও সদরের খানপুর এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে মো. সাইফুল ইসলাম ওরফে চান্দু (৩৩)।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ওসি মো. নিজাম উদ্দীন মোল্যা জানান, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এর দিক-নির্দেশনায় গোয়েন্দা পুলিশের এসআই মো. সাখায়েতুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় পৃথক দুটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ৫৩ পিচ ইয়াবা ও ২৫ বোতল ভারতীয় মাদক কোরেক্সসহ দুই জনকে আটক করে। আটককৃতদের নামে নিয়মিত মাদক মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।