এপেক্স ক্লাবস্ অব বাংলাদেশের জাতীয় বোর্ড মিটিং-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
১ আগস্ট শুক্রবার এপে. মনিরুল ইসলাম পান্না (সভাপতি, এপেক্স বাংলাদেশ) এর সভাপতিত্বে ঢাকাস্থ একটি অভিজাত হোটেলে এ বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে এপে. ভুবন লাল ভারতি (পিএনপি), এপে. রুহুল মঈন চৌধুরী (পিএনপি), এপেক্স বাংলাদেশের অফিসিয়্যাল, জাতীয় বোর্ডের সদস্যরাসহ দেশের অন্যান্য এপেক্সিয়ানরা উপস্থিত ছিলেন।
লির্ডারশীপ ট্রেনিং, পার-কেপিটা, এডুকেশন-ফান্ড, ডেভেলপমেন্ট-ফান্ট, ক্লাব সার্ভিস, ক্লাব ডিনার মিটিং, নোয়াকু পরিষদ এবং জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এপেক্স বাংলাদেশের সদ্য বিদায়ী সভাপতি এপে. ড. এস. এম হাসান আলী বলেন, বাংলাদেশের সংকটময় অবস্থায় এপেক্স বাংলাদেশ ভূমিকা খুবই গুরুত্বপূর্ন্য। বিশেষ করে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য এপেক্স একটি ভরসার স্থান দখল করেছে এবং এই ভরসা আমাদের ধরে রাখতে হবে। সারা দেশে সকল ক্লাবকে সেবা কার্যক্রমে আরও মনোযোগ দিতে আহ্বান করেন।
এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপে. মনিরুল ইসলাম পান্না বলেন, বাংলায় ৬৪ বছর যাবৎ এপেক্সিয়ান সাধারণ মানুষের সেবা করে যাচ্ছে। এই সেবা আরও বেগবান করতে আরও এপেক্স আন্দোলন বৃদ্ধি করা প্রয়োজন। প্রত্যেক ক্লাবকে এপেক্স বাংলাদেশের গঠনতন্ত্র যথাযথ মেনে চলার আহ্বান জানান তিনি।