সাতক্ষীরা জেলা সাইবার অপরাধ প্রতিরোধ, আইসিটি ও ইনোভেশন এবং তথ্য অধিকার বাস্তবায়ন অবেক্ষণ ও পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
২৯ জুলাই মঙ্গলবার বেলা ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস এর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহীনুর চৌধুরী, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার, জেলা আইসিটি প্রোগ্রাম অফিসার মো. শরিফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসের অ্যাকাডেমিক সুপারভাইজার নাজমুল আলম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মো. সাকিবুর রহমান বাবলা, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোবাশ্বেরুল হক, সুশীলন এর উপ-পরিচালক জিএম মনিরুজ্জামান, ব্রেকিং দ্য সাইলেন্স এর ইনচার্জ মো. শরিফুল ইসলাম, সাইবার ক্রাইম এলার্ট টিম লিডার শেখ মাহবুবুল হক ও কন্যা কথা জেলা অ্যাম্বাসেডর শেখ মিফতাহুল জান্নাত।
সভায় গতমাসের রেজুলেশন কি নোট উপস্থাপন করেন সহকারী কমিশনার (আইসিটি) মো. তাজুল ইসলাম।
সভায় সাইবার অপরাধ সম্পর্কিত মামলার তালিকা ও মনিটরিং করা, অপরাধ সংঘটনের সাথে সাথে থানায় ও বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া, ভিকটিমের তথ্য গোপন রাখা ও সুরক্ষা নিশ্চিত করা। সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতা আইসিটি শিক্ষকদের মাধ্যমে সচেতন বৃদ্ধি ও স্কুলে অভিভাবক সমাবেশ। সাইবার অপরাধ হলে দ্রুত মামলার প্রমাণ সংরক্ষণ করা অপরাধে ব্যবহৃত ডিভাইস দ্রুত জব্দ করে তথ্য সংগ্রহ করা। সরকারি অফিসের সকল তথ্য ও ওয়েবসাইটে তথ্য প্রদানকারী কর্মকর্তার নাম আপডেট, ইনোভেশন বিষয়গুলো মূল্যয়ন করা, মাই গভ অনলাইন প্লাটফর্মে তথ্য আপডেট রাখাসহ বিবিধ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।