এখানে আপনার পণ্য বা সেবার বিজ্ঞাপন দিন।

ঢাকা ৩০ আগস্ট ২০২৫ শনিবার

ব্রেকিং

নিয়োগ বিজ্ঞপ্তি: বাংলাদেশর সকল জেলায় জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি ও বিজ্ঞাপন প্রতিনিধি পদে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ নিউজ সাইটের যোগাযোগ অংশে প্রদত্ত ঠিকানায় (ফোন, ইমেইল) যোগাযোগ করুন।

মো: আহাজ উদ্দীন:

প্রকাশিত: ০৩ জুন ২০২৫, ০০:২৫

আপডেট: ০৩ জুন ২০২৫, ০০:৩৬

৪৮৭ ১৬

শেয়ার:

সাতক্ষীরায় ভারতীয় ঔষধসহ বিভিন্ন প্রকার মালামাল জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবি’র অভিযানে ভারত থেকে চোরাপথে আসা বিপুল পরিমাণ ঔষধসহ ৮ লক্ষ টাকার বিভিন্ন প্রকার মালামাল জব্দ করা হয়েছ।

News

সোমবার (২ মে) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনস্থ পদ্মশাখরা, ভোমরা, তলুইগাছা, কুশখালী, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা, মাদরা, হিজলদী, সুলতানপুর ও চান্দুরিয়া বিওপি এলাকায় পৃথকভাবে বিশেষ চোরাচালান বিরোধী আভিযান পরিচালনা করে প্রায় আট লক্ষ টাকার ভারতীয় ঔষধসহ বিভিন্ন প্রকার মালামাল আটক করে। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদরের পদ্মশাখরা বিওপির বিশেষ অভিযানিক দল সীমান্ত পিলার-১/২৩ এস হতে ২শ গজ বাংলাদেশের অভ্যন্তরে পদ্মশাখরা মাঠ নামক স্থান হতে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-২/৫ এস হতে ১শ ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঘোঘ পাড়া নামক স্থান হতে ২ লক্ষ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১২/৫ এস হতে ৩শ গজ বাংলাদেশের অভ্যন্তরে তলুইগাছা মাঠ নামক স্থান হতে ৭০ হাজসর টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। কুশখালী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১২/৩ এস হতে ৩শ গজ বাংলাদেশের অভ্যন্তরে শ্মশ্বান ঘাট নামক স্থান হতে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।

এছাড়া কলারোয়ার কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩ এস এর ৬ আরবি হতে আনুমানিক ৩শ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন ভাদিয়ালী নামক স্থান হতে ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে গোপিনাথপুর নামক স্থান হতে ১ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩ এস এর ১০ আরবি হতে ২শ গজ বাংলাদেশের অভ্যন্তরে শ্মশ্বান মাঠ নামক স্থান হতে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৫ এস হতে ২শ গজ বাংলাদেশের অভ্যন্তরে আমবাগান নামক স্থান হতে ৩১ হাজার ৫শ  টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৬/৭ এস হতে ৩শ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাঠালতলা নামক স্থান হতে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। এছাড়াও, চান্দুরিয়া বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৭/৭ এস এর ৬ আরবি হতে আনুমানিক ২শ গজ বাংলাদেশের অভ্যন্তরে চান্দুরিয়া নামক স্থান হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। সর্বমোট-  ৭ লক্ষ ৯১ হাজার ৫শ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানি মালামাল আটক করা হয়েছে। চোরাকারবারি কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় তা জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্যসামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


বিজিবি অভিযান

মন্তব্য করুন-

বাংলাদেশর সকল জেলায় জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি ও বিজ্ঞাপন প্রতিনিধি পদে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ নিন্মোক্ত ঠিকানায় যোগাযোগ করুন।

নাম: আহসান হাবিব সোহেল
মোবাইল: ০১৭১২২৩১৩৯০
ইমেইল: doinikvoreraloi@gmail.com