নওগাঁর বদলগাছীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বদলগাছী থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান।
২৫ মে রোববার সকাল ১১ টায় থানা কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় বক্তব্য রাখেন, ওসি (তদন্ত) মো. সাইফুল ইসলাম, থানার সেকেন্ড অফিসার মো. মনিরুল ইসলাম, সাংবাদিক সংস্থা বদলগাছী’র সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, বদলগাছী প্রেস ক্লাবের সাবেক সভাপতি এমদাদুল হক দুলু, সাবেক সাধারণ সম্পাদক সানজাদ রয়েল সাগর, বদলগাছী মডেল প্রেসক্লাবের সভাপতি মো. ফেরদোস হোসেন, সদস্য আশরাফুল ইসলাম নয়ন, প্রেসক্লাব বদলগাছীর সভাপতি ফজলে মওলা প্রমুখ। এ সময় সাংবাদিকরা পেশাগত কাজে নবাগত ওসির সহযোগিতাসহ আন্তরিকতা কামনা করেন।
মতবিনিময় সভায় অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান সমসাময়িক প্রেক্ষাপট বিবেচনায় বদলগাছীর জনগণের জানমাল রক্ষাসহ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সর্বোচ্চ সহযোগিতায় সাংবাদিকদের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি জানান, যে সব অসংগতি আছে তা নিরসনে সর্বাত্মক চেষ্টা করা হবে।
তিনি আরও বলেন, জনগণের ও প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আস্থা হচ্ছে গণমাধ্যম। অপরাধ নির্মূলে মানুষকে সচেতন করতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। আপনারা বদলগাছী থানায় যে সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি কর্মরত আছেন, উপজেলার সকল জনসাধারণের জানমাল এবং শান্তি শৃঙ্খলা রক্ষার্থে আপনাদের সহযোগিতা কামনা করছি।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক সংস্থা বদলগাছী’র যুগ্ম সাধারণ সম্পাদক মিঠু হাসান, নির্বাহী সদস্য আব্দুর রউফ, বদলগাছী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জর গিফারী, সদস্য সৈকত সোবহান, বদলগাছী মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু রায়হান লিটন, দপ্তর সম্পাদক সারোয়ার হোসেন অপু, সাংবাদিক হাফিজার রহমান, বুলবুল আহমেদ বুলুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।