চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কোলাহল কমিউনিটি সেন্টারে মানবসেবা স্বেচ্ছাসেবী আদর্শ সংগঠন এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
২৮ মার্চ শুক্রবার বিকেলে প্রায় ৬০০ জনের মাঝে ইফতার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোলাহল কমিউনিটি সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ রাফসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫০ শয্যা জেলা হাসপাতালের নবজাতক শিশু বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ মাহফুজ রায়হান বিএনপি জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ সাদাত হোসেন শাহিন, চাঁপাই দিগন্ত পত্রিকার সম্পাদক ও প্রকাশক এসএম রুবেলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ইফতারি মাহফিলে প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ জিহাদ লিডার বলেন মানব সেবা স্বেচ্ছাসেবী আদর্শ সংগঠন ২০২০ সাল থেকে দুস্থ ও গরীব দুঃখী মানুষদের মাঝে বিনামূল্যে এই সংগঠনটি মানুষকে রক্ত দিয়ে আসছে এ পর্যন্ত প্রায় ১০০০ মানুষকে রক্ত দিয়ে মানুষদের সেবায় নিয়োজিত রয়েছে তিনি আরো বলেন শুধু তাই না গরীব দুঃখী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও অসুস্থ মানুষকে সহযোগিতা করে থাকে ও ভবিষ্যতে তিনি এই সংগঠনের জন্য দোয়া ও মানুষদেরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলের কাছে দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেন।