নওগাঁর বদলগাছীতে মোবাইল কোট পরিচালনা করে একটি অবৈধ ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে প্রশাসন।
১৬ মার্চ রোববার দুপুরে নওগাঁর বদলগাছী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোসা. আতিয়া খাতুন এর নেতৃত্বে উপজেলার মিঠাপুর ইউনিয়নের চকের মাঠ এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানো লাইসেন্স ব্যতীত পরিচালিত মেসার্স এস এফ ব্রিকস নামক ইটভাটার কিলন এক্সকেভেটর দিয়ে আংশিক ভেঙ্গে দেয়া হয় এবং বদলগাছী ফায়ার সার্ভিসের সহায়তায় পানি দিয়ে ইটভাটার আগুন নিভিয়ে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয় ।
একই সাথে অবৈধ এই ইটভাটায় ২০ হাজার টাকা জরিমানা ধার্য করে তা আদায় করা হয়। মেসার্স এস এফ ব্রিকস্ নামক ইটভাটায় অভিযানের ফলে ভাটার ১০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে এমনটাই জানিয়েছেন ঐ ইটভাটা কর্তৃপক্ষ।
অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযানের সময় মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর,নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাজমুল হোসাইন।
এসময় বাংলাদেশ সেনাবাহিনী, বদলগাছী থানা পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিস টিমের সদস্যরা মোবাইল কোর্টে সহযোগিতা প্রদান করেন।
পরিবেশ সুরক্ষায় অবৈধ এসব ইটভাটার বিরুদ্ধে ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নওগাঁ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হোসাইন।