জাতীয় ভোক্তা-অধিকার অধিকার অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের আয়োজনে সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজার কমিটি ও ইউনিয়ন পরিষদ বর্গের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ মার্চ) সকাল সাড়ে ১০টায় ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদ হলরুমে প্যানেল চেয়ারম্যান মো. নুরুল হুদার সভাপতিত্বে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর উপর মুখ্য আলোচকের বক্তব্য রাখেন সাতক্ষীরা ভোক্তা-অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান।
এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাজার কমিটির সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শেখ বাদশা ফয়সাল, ক্যাব সদস্য এম.এম রবিউল ইসলাম, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা শেখ আমিনুর রহমান'সহ অন্যান্য ব্যবসায়ীরা। রমজান মাস ও ভোক্তা অধিকার সংরক্ষণে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন ব্রহ্মরাজপুর বাজারের স্থানীয় পাইকারি ও খুচরা মুদি, মিষ্টি, মুরগি, ছাগল, গরুর গোস্ত, ফল, তরকারি, চাল, কাপড়, কসমেটিক্স, দুধ ও ডিম ব্যবসায়ী প্রমুখ।
মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোহাম্মদ সাকিবুর রহমান।