সাতক্ষীরায় ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির কার্যক্রম সক্রিয়করণে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) ৩টায় জেলা লিগ্যাল এইড কমিটি আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিজ্ঞ জেলা ও দায়রা জজ মো. নজরুল ইসলাম।
জেলা লিগ্যাল এইড অফিসার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র সহকারি জজ মুহাম্মদ নাছির উদদীন ফরাজী।
সভায় বক্তব্য রাখেন মো. মাইনুদ্দিন, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, সাতক্ষীরা, মো. শাহ আলম, সভাপতি, সাতক্ষীরা আইনজীবী সমিতি, প্যানেল আইনজীবী মো. খায়রুল বদিউজ্জামান, মো. মুনিরুদ্দীন, পর্যবেক্ষণ সদস্য মো. সাকিবুর রহমান বাবলাসহ ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব ও ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তারা তাদের মতামত তুলে ধরেন।