সাতক্ষীরার কুশখালী সীমান্তে অভিযান চালিয়ে ৫১ বোতল ফেনন্সিডিলসহ মো. রাজু হোসেন (২৮) নামে এক মাদক চোরাকারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (১৫ ফেব্রুয়ারী) ভোররাতে সাতক্ষীরা কুশখালীর ভাদড়া গোডাউন মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি সদরের পায়রাডাঙ্গা গ্রামের মো. আক্তার আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ওসি মো. নিজাম উদ্দিন মোল্লা জানান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এর দিক-নির্দেশনায় ডিবি পুলিশের এসআই রুবেল আহমেদ সঙ্গীয় ফোর্সের সহায়তায় কুশখালী সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে আসামি মো. রাজু হোসেনকে ২০ বোতল অবৈধ মাদক ফেন্সিডিল এবং পলাতক আসামী মো. শামছুর রহমান এর ফেলে যাওয়া ৩১ বোতল সর্বমোট ৫১ বোতল ফেন্সিডিল উদ্ধার পূর্বক জব্দ করেন।
এ ঘটনায় সাতক্ষীরা থানায় মামলা দায়ের করে আটক আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।