নওগাঁর বদলগাছীতে মহাসড়কের এক পাশে জমি অধিগ্রহণ করার প্রতিবাদে ভুক্তভোগী পরিবার এলাকাবাসির মানববন্ধন ও প্রতিবাদ র্যালী অনুষ্ঠিত হয়েছে।
১৬ ফেব্রুয়ারি রোববার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সামনে এলাকাবাসির ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় স্থানীয় বাসিন্দা জান্নাত সাথী নামে এক ভুক্তভোগী বলেন, নওগাঁ বদলগাছী মহাসড়ক রাস্তা প্রশস্ত করণের উদ্যােগ কে আমরা এলাকাবাসি স্বাগত জানাই। কিন্তু বদলগাছী মিনি স্টেডিয়াম থেকে উপজেলা কেন্দ্রীয় মসজিদ পর্যন্ত কিছু আওয়ামী দোসর কে বাঁচাতে অনৈতিকভাবে মহাসড়কের এক পাশ প্রশস্ত করণের উদ্যােগ গ্রহণ করেছে কর্তৃপক্ষ। এই উদ্যােগ গ্রহন করায় অপর পাশের ঘরবাড়ি এবং ব্যবসায়ী প্রতিষ্ঠান ধঃস্ব হচ্ছে। আমরা এখানে বৈষম্যের শিকার হয়েছি।আমরা নতুন দেশে কোন বৈষম্য চাই না। এলাকার উন্নয়ন হিসাবে মহাসড়কের দুই পাশ প্রশস্ত করার দাবি আমাদের।
আব্দুল ওয়াহেদ জামান টিটু বলেন, ইতিপূর্বে রাস্তার দুই পাশে তিন ফিট করে জমি অধিগ্রহণ করার কথা থাকলেও কিছু স্বার্থান্বেষী মহলের চাপে ৬ ফিট জায়গা ছেড়ে দিতে হয়েছে। এতে আমরা বাড়িঘর দোকানপাট ভেঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছি। আবার একই কায়দায় বারবার আমাদের ক্ষতিগ্রস্ত করার পায়তারা করা হচ্ছে। আমাদের প্রত্যাশা সমহারে রাস্তার উভয়পাশে জমি অধিগ্রহণ সাপেক্ষে বিধি মোতাবেক রাস্তার উন্নয়ন কাজ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি বলেন, যেহুতু স্মারকলিপি জমা দিয়েছেন তারা। আমি জেলা প্রশাসক কার্যালয়ে প্রেরণ করবো।
সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশেদুল হক বলেন, আসলে দুই পাশে জমি অধিগ্রহণ করলে সরকারের খরচ দ্বিগুণ বেড়ে যাবে। সরকারের সেই পরিমান খরচ বহন করার সক্ষমতা আছে কি না আমি জানি না। তবে সব বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি প্রধান করেন ভুক্তভোগী এলাকাবাসি।