নওগাঁর বদলগাছীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এবং জেলা দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয়ে সহযোগিতায় সোমবার (১০ ফ্রেরুয়ারি) সকালে উপজেলা অডিটোরিয়ামে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিতর্কের বিষয় মুল্যবোধ এবং দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে। এতে পক্ষ শিবপুর উচ্চ বিদ্যালয় ও বিপক্ষে ছিলেন মথুরা উচ্চ বিদ্যালয়।
এ বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার ১৬টি মাধ্যমিক বিদ্যালয় অংশ নেয়। বিতর্ক প্রতিযোগিতায় মডারেট হিসেবে দায়িত্ব পালন করেন খাদাইল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক শফিউল আলম ।
মথুরা উচ্চ বিদ্যালয় বিতর্ক প্রতিযোগীতায় ১ম স্থান ও শিবপুর উচ্চ বিদ্যালয় দ্বিতীয় স্থান অধিকার করেন। বিপক্ষ দলের কাফিয়া জান্নাত ফাতেমা শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন। প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বদলগাছী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মো.আবুল হোসেনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্নীতি দমন কমিশন সমন্বিত নওগাঁ জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো.আলী হাইদার,বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক মো.মোজাফ্ফর হোসেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.শফিউল আলম।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রউফ, জিয়াউল হক প্রধান শিক্ষক শিবপুর উচ্চ বিদ্যালয়, কে এম জাকারিয়া মাহমুদ,নাজমুল ইসলাম, রিনা পারভীন সহকারী-শিক্ষক শিবপুর উচ্চ বিদ্যালয়, মো.ফিরোজ হোসেন সহকারী-শিক্ষক মথুরা উচ্চ বিদ্যালয়। সাংবাদিক সংস্থার সভাপতি মো ওয়াজেদ আলী, দৈনিক মানবজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি আবু রায়হান, দৈনিক প্রতিদিনের সংবাদ মো. সৈকত সোবহান, এনটিভি অনলাইন প্রতিনিধি মিঠু হাসান, দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিনিধি মো. রাসেল রানা প্রমুখ।