ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় তারকা সামান্থা রুথ প্রভু। তিনি ২০১৫ সালে দক্ষিণী ছবির তারকা নায়ক নাগা চৈতন্যের সঙ্গে সম্পর্ক শুরু করেছিলেন। এর দুই বছর ২০১৭ সালে তারা বিয়ে করেন। দীর্ঘ চার বছর এক সঙ্গে থাকার পরে বিচ্ছেদের পথে হাঁটেন এই তারকা দম্পতি।
গেলো বছরই নাগা বিয়ে করেন অভিনেত্রী শোভিতা ধুলিপালাকে। সাবেক প্রেমিক - স্বামী নাগা চৈতন্য'র সঙ্গে বিচ্ছেদের পর নিজের মনের দরজা বন্ধ রেখেছেন সামান্থা - এমনটাই ইতিপূর্বে জানিয়েছিলেন। তবে এখন পর্যন্ত প্রাক্তন স্বামীর বিয়ে নিয়ে কোনো মন্তব্য করেননি সামান্থা।
কিন্তু বারবার নিজের মন খারাপ ফুটে ওঠে তার নানা সাক্ষাৎকারে। কখনও সহ অভিনেতার পরিবারের কথা শুনে চোখে জল আসে অভিনেত্রীর। কখনও আবার মা হওয়ার ইচ্ছে প্রকাশ করে আবেগপ্রবণ হন সামান্থা। কিন্তু ধীরে ধীরে নিজেকে সামলে নিয়েছেন তিনি।
সম্প্রতি, সমাজমাধ্যমে ওঠে এসেছে অভিনেত্রীর একটি পুরনো সাক্ষাৎকার। সেই সময় নাগার সঙ্গে বিয়ের প্রস্তুতি চলছে সামান্থার। সাক্ষাৎকারে তার থেকে জানতে চাওয়া হয়, খাবার না যৌনতা, কোনটা ছাড়া একদম থাকতে পারবেন না ? একটুও না ভেবে অভিনেত্রী মজার ছলে জানিয়েছিলেন, খাবার না খেয়েও তিনি বহুদিন কাটিয়েছেন। কিন্তু যৌনতা ছাড়া একটা দিন কাটানো তার জন্য খুবই কষ্টকর।
প্রসঙ্গত, বিনোদন জগতের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে নাগাকে ভুলে ফের প্রেমে পড়েছেন। আর সামান্থার নতুন প্রেমিক হলেন, 'দ্য ফ্যামিলি ম্যান' এবং 'সিটাডেল: হানি-বানি'র পরিচালক রাজ নিদিমোরু!