নওগাঁর পোরশা গাংগুরিয়া ইউনিয়নের সারাইগাছি গ্রামে নিজ বাড়ির পাশে ঘরে রাখা হাসান এন্টারপ্রাইজ নামে একটি ভটভটি চুরি হয়েছে।
৩১ জানুয়ারি শুক্রবার দিবাগত রাত ১টার সময় আব্দুল মোত্তালেব এর ছেলে বুলবুল আহমেদের বাড়ি থেকে ভুটভুটি চুরি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ভুটভুটি ঐ ঘরে রাখা হতো। ওই দিনেও আগের নিয়মেই রাতে সেখানে ভুটভুটিটি রাখা হয় কিন্তু সকালে ঘুম থেকে উঠেদেখা যায় ভুটভুটিটি চুরি হয়ে গিয়েছে। ধারণা করা হচ্ছে কে বা কাহারা শত্রুতামূলক ভুটভটিটি চুরি করেছে। বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হচ্ছে কিন্তুএখন পর্যন্ত কোন খোঁজ পাওয়া যায়নি বলে জানান ভুটভুটির মালিক বুলবুল আহমেদ ।
এ বিষয়ে পোরশা থানা ইনচার্জ মো. শাহিন রেজার কাছে জানতে চাইলে তিনি জানান থানায় কোন অভিযোগ হয়নি। অভিযোগ পেলে প্রয়োজন ব্যবস্থা গ্রহণ করা হবে।