সড়ক দুর্ঘটনায় পা হারিয়ে অসহায় পরিবারকে ১০ হাজার টাকা সহায়তা দিলেন আবু সুফিয়ান।
রোববার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার সময় চাঁপাইনবাবগঞ্জ জেলা শিবগঞ্জ উপজেলা পাঁকা ইউনিয়ন ৫নং ওয়ার্ড বোগলাউড়ী গ্রামের অসহায় পরিবার মো. টিপু আলীর বাড়িতে এসে ১০ হাজার টাকা হাতে তুলে দিলেন আবু সুফিয়ান।
অসহায় পরিবার মো. টিপু আলী পিতা মৃত্যু ভগু ঢাকায় রাজমিস্ত্রি কাজ করতে গিয়ে ঢাকা সাভার মহাসড়ক দুর্ঘটায় ডান পা হারিয়ে অসহায় হয়েছে এমতাবস্থায় চিকিৎসার জন্য সবার কাছে হাত পাততে বাধ্য হয়েছে, এ সময় রাজশাহী মেডিল্যাব ডায়াগনষ্টিক সেন্টার ও গ্রীন সিটি হাসপাতাল এর পরিচালক মোঃ আবু সুফিয়ান দুর্ঘটনার খবর পেয়ে অসহায় পরিবারের কাছে গিয়ে তাদের কথা শুনে ১০ হাজার টাকা তাদের হাতে তুলে দেন।
আবু সুফিয়ান বলেন, বিভিন্ন জায়গা হতে অসহায় পরিবারের পক্ষ থেকে আমার কাছে ফোন আসে আমি যতটুকু পারি সহযোগিতা করি এবং রাজশাহীতে অসহায় মানুষ রাস্তায় শুয়ে থাকে ও যাদের বাড়িঘর নাই রেলওয়ে গেট থেকে রেলওয়ে স্টেশন পর্যন্ত যাদেরকে পেয়েছি একটি করে শীতের চাদর দিয়ে সহযোগিতা করেছি, তাছাড়া আমরা বেওয়ারিশ শিশুদের নিয়ে কাজ করে যাচ্ছি।
তিনি আরও বলেন, আমি বিভিন্ন সংগঠন, সামাজিক সংগঠনের সাথে জড়িত আছি , হত দরিদ্রদের সেবা স্বল্প মূল্য করতে চাই এমনকি প্রয়োজনের বিনা খরচের চিকিৎসা বহন করতে চাই। সমাজের অসহায় মানুষের পাসে দাঁড়াতে চাই এটা আমার প্রত্যাশা।