সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম দু’শ জন অসহায় ও ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন।
১৭ জানুয়ারি শুক্রবার সকালে সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিলসেডে জেলার বিভিন্ন এলাকার গরীব,দুস্থ,প্রতিবন্ধী,ছিন্নমূল ও অসহায় শীতার্ত মানুষের মাঝে একম্বল বিতরণ করা হয়।
কনকনে শীতে কম্বল পেয়ে অসহায় মানুষ গুলো এসময় পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কম্বল বিতরণ কালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) খান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. আমিনুর রহমান এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।