জনপ্রিয় টিভি সিরিয়াল লক্ষ্মী'র সুপারহিট নায়িকা লক্ষ্মী অর্থাৎ হিয়া বসু। সুন্দরী এই নায়িকা মরিয়া হয়ে ওঠেছেন।
সিরিয়াল চলছে না ফলোয়ার্স কমে গিয়েছে, তাই তার এই শর্টকার্ট। সোশ্যাল মিডিয়াতে বোল্ড শুট-রীল! পরিবারের লোকজন তা নিয়ে ছ্যাঁ-ছ্যাঁ করছে। কিন্তু তাতে হিয়া'র কিচ্ছু যায় আসে না! ফলোয়ার্স তিনি বাড়াবেনই! সঙ্গে চাই প্রচুর লাইক - শেয়ার - কমেন্টস!
কিন্তু এসবেও কিচ্ছু হচ্ছে না। তাই তার আরও বড় প্ল্যান। হিয়া'র সোশ্যাল মিডিয়া সামলানোর দায়িত্ব রয়েছেন সৌম্য। সূত্রের খবর, সৌম্যর বুদ্ধিতেই সোশ্যাল মিডিয়াতে একটা ফেক নিউজ ছড়ানোর প্ল্যান আঁটেন হিয়া। খবর ছড়াতে হবে - জনপ্রিয় নায়িকা হার্ট অ্যাটাকে মারা গেছেন! এই খবর যখন ভাইরাল হবে, তখন প্ল্যান অনুযায়ী তিন দিনের জন্য বগুলানে (নির্জন দ্বীপ) সৌম্য'র হোটেলে গা ঢাকা দেবেন তিনি। কিন্তু এই ‘ফলোয়ার্স’ বাড়াতে গিয়ে নির্মমভাবে খুন হন হিয়া!
কলকাতার গণমাধ্যমম থেকে জানা গেছে, ঠিক এভাবেই গল্প ফেঁদেছেন ওখানকার চিত্রনাট্যকার অম্লান মজুমদার। তিনি বলেন, যখনই কিছু লিখেছি, চেষ্টা করেছি একটা সামাজিক বার্তা দেওয়ার। ‘ভাগাড়’ কিংবা ‘শক্তিরূপেন’তেমনই উদাহরণ। ঠিক তেমনই এই কাহিনি @Followers। সিরিজের নাম ‘@ফলোয়ার্স’। পরিচালক রাজদীপ ঘোষ সোশ্যাল মিডিয়ায় এই ফলোয়ার্স বাড়ানোর জন্য যে সকল পন্থা মানুষ নিয়ে থাকে, সেই প্রসঙ্গ টেনে বলেন, নিজের বাবা বা মা মারা যাওয়ার পর হাসিমুখে সেই মৃতদেহর সঙ্গে সেলফি তুলেছেন কখনও ? এখন মানুষ তোলে, ফেসবুকে এসব পোস্ট করে, কতজন ফলো করছে, তা উপভোগ করে তারিয়ে তারিয়ে। এটা এক ভয়ংকর সময়! এক অদ্ভুত মারণ রোগে আজ আমরা মেতে ওঠেছি। মনে হলো প্রতিবাদ দরকার। আমার ভাষা একটাই - নাটক বা সিনেমা। তাই, সাবজেক্ট শুনেই ঝাঁপিয়ে পড়ি।
এই ওয়েব সিরিজের অন্যতম চরিত্র অর্থাৎ হিয়া বসু রূপে দেখা যাবে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সোহিনী গুহ রায়কে। সোশ্যাল মিডিয়ায় তার ফলোয়ার্সও কিন্তু কম নয়। বিষয়বস্তুর সঙ্গে নিজের সোশ্যাল লাইফের মিল পেলেন কোথাও - এমন প্রশ্নের উত্তরে সোহিনী বলেন, সিরিজের বিষয়বস্তু অত্যন্ত প্রাসঙ্গিক। সোশ্যাল মিডিয়া এখন সবার জীবনের বড় অংশ হয়ে ওঠেছে। কিন্তু তা আশীর্বাদ না অভিশাপ - এটা সম্পূর্ণ আমাদের ওপর নির্ভর করে। যদি আমরা আমাদের জীবন ও সুস্থতার ওপর সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করতে দিই, তাহলে এটি একটি গুরুতর উদ্বেগের বিষয়।
জানা গেছে, ওয়েব সিরিজটির পরতে পরতে রয়েছে হাড় হিম করা ঘটনা। আগামী মাসের মধ্যেই ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে @Followers। সিরিজের প্রযোজনায় রয়েছে স্কাইপ্যানস কমিউনিকেশনস। সোহিনী ছাড়াও এতে অভিনয় করছেন শান্তিলাল মুখোপাধ্যায়, ইন্দ্রাশিষ রায়, অম্লান মজুমদার, সামিউল আলম, স্যান্ডি প্রমুখ।