এখানে আপনার পণ্য বা সেবার বিজ্ঞাপন দিন।

ঢাকা ০৫ ফেব্রুয়ারী ২০২৫ বুধবার

ব্রেকিং

নিয়োগ বিজ্ঞপ্তি: বাংলাদেশর সকল জেলায় জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি ও বিজ্ঞাপন প্রতিনিধি পদে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ নিউজ সাইটের যোগাযোগ অংশে প্রদত্ত ঠিকানায় (ফোন, ইমেইল) যোগাযোগ করুন।

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০২ জানুয়ারী ২০২৫, ১৮:৩৪

আপডেট: ০২ জানুয়ারী ২০২৫, ১৮:৩৪

১০৯

শেয়ার:

নিউ ইয়ার সেলিব্রেশনে গিয়ে বেহাল কেনো তারা ?

গেলো ইংরেজি বর্ষ অর্থাৎ চব্বিশের জরাজীর্ণতা কাটিয়ে গেলো মঙ্গলবার মধ্যরাতে ২০২৫ কে স্বাগত জানিয়েছে গোটা বিশ্বের আমোদপ্রিয় মানুষ।

News

নতুন বছর উদযাপন করতে গিয়ে রঙিন সুরায় অনেকেরই চোখ হয়েছে ঝাপসা হয়েছে। তাদের পাও ছিল টলমল। সেই ধারায় পিছিয়ে নেই বলিউডের বাসিন্দারাও। জানা গেছে, বলিউড তারকারা মদ, মাংস ও আলোর সমারোহে কাছে টেনে নিয়েছে নতুন বছরকে। তবে কারও কারও বর্ষবরণের হুল্লোড় হয়েছে বাঁধভাঙা। সেই বাঁধ ভাঙতে গিয়ে কেউ ভূপতিত, কেউ আবার টালমাটাল হয়ে বন্ধুর কাঁধেই আশ্রয় খুঁজে নিয়েছেন বলে জানা গেছে।

থার্টি ফার্স্ট এর জমকালো ওই রাতে স্বামী সুরজ নাম্বিয়ারের সঙ্গে পার্টি করতে গিয়েছিলেন বলিউডি অভিনেত্রী মৌনী রায়। মৌনীর সঙ্গে ছিলেন কাছের বান্ধবী দিশা পাটানিও। সেই ভিড় থেকে বেরোনোর সময়েই কী এক কাণ্ড ঘটালেন মৌনী। পিঠখোলা চামড়ার পোশাক তার উরু আঁকড়ে বসেছিল। পায়ে হিলতোলা জুতা। হঠাৎ রেস্তোরাঁ থেকে বেরোতেই তিনি পড়ে গেলেন রাস্তায়। কোনো ক্রমে তাকে টেনে তুললেন স্বামী সুরজ। এরপর ধীরে ধীরে স্বামীর হাতে হাত রেখেই টালমাটাল পায়ে এগিয়ে গেলেন বাঙালি ললনা মৌনী। তার মুখের অভিব্যক্তিই বলে দেয়, মৌনী যেন তার কল্পনার দুনিয়ায় ঘুরপাক খাচ্ছেন।

অন্যদিকে, প্রায় একই দশা বলিউড বাদশাহ শাহরুখপুত্র আরিয়ানের। তিনিও নিজের বন্ধুদের সঙ্গে পার্টিতে মত্ত ছিলেন। মাঝরাতে মুম্বাই শহরের এক নাইটক্লাব থেকে বের হতে দেখা যায় শাহরুখ পুত্রকে। ওই সময় মাথা নীচু করে বেরোচ্ছিলেন আরিয়ান। জানা গেছে, নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছিলেন তিনিও।

ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে, তাদের সেই ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। একটি ভিডিও যেই ফুটেজে স্পষ্ট, আকণ্ঠ মদ্যপান করেছেন আরিয়ান। কোনোমতে মাটির দিকে তাকিয়ে পা ফেলছেন তিনি। এদিক থেকে ওদিক হলেও পড়ে যাবেন, এমন অবস্থা! তবে সেদিকে লক্ষ্য ছিল নিরাপত্তারক্ষীদের। ফলে নির্বিঘ্নে গাড়ি পর্যন্ত পৌঁছে যান শাহরুখপুত্র। আরিয়ানের পেছন পেছন বের হন তার মদ্যপ বন্ধুরা। তারাও তাল মিলিয়ে ডান পা-বাঁ পা ফেলতে পারেননি কেউ। কোনোমতে গাড়িতে উঠেই এলাকা ছেড়েছেন।


নিউ ইয়ার

মন্তব্য করুন-

বাংলাদেশর সকল জেলায় জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি ও বিজ্ঞাপন প্রতিনিধি পদে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ নিন্মোক্ত ঠিকানায় যোগাযোগ করুন।

নাম: আহসান হাবিব সোহেল
মোবাইল: ০১৭১২২৩১৩৯০
ইমেইল: doinikvoreraloi@gmail.com