১ জানুয়ারি বুধবার বেলা ১১টায় পোরশা উপজেলা চত্বরে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনের লক্ষে এক বর্ণাঢ্য রেলী ও সমাবেশের আয়োজন করা হয়।
মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জিএম সালেহ উদ্দিন প্রিন্স ,সহ সভাপতি জেলা ছাত্রদল নওগাঁ। আরো ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব শেখ ফরিদ উদ্দিন ,সাধারণ সম্পাদক জেলা ছাত্রদল।
অনুষ্ঠানে সভাপরিত্ব করেন উপজেলা আহবায়ক জনাব মোঃ হারুন অর রশিদ ও উপজেলার সকল স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা বলেন ছাত্ররাই দেশের ভবিষ্যৎ ,ছাত্ররা গণ অভ্যুত্থান ঘটায় এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সকল স্বৈরাচার সরকারের পতন হয়েছে। তাই সকল স্তরের নেতা কর্মীকে ছাত্রদের পাশে থাকার আহ্বান জানান । ফ্যাসিবাদী আওয়ামী সরকারের আমলে আমরা সভা সমাবেশ করতে পারি নাই কারণ তারা এক নায়ক তন্ত্র কায়েম করে ছিল, নেতাকর্মীদের নামে গুম খুন বিভিন্ন মামলায় ঘরছাড়া করেছিল রাত্রে ঘরে ঘুমাতে পারি নাই।
এই স্বৈরাচারী শাসক কে পতন করতে ছাত্রদের আহব্বানে সারা দেশের মানুষ ফুসে উঠেছিল রাস্তায় নেমেছিল প্রায় হাজারের অধিক ছাত্র সহ বিভিন্ন পেশাজীবী মানুষ জীবন দিয়েছে। ভারতের আজ্ঞাবহ করতে চেয়েছিল। সবাই মিলে আমরা আমরা তা হতে দেই নাই এবং আমরা আরো বলতে চাই ভবিষ্যতে কোন সরকার যেন এই এক নায়ক তন্ত্র কায়েম করতে না পারে এদিকে আমরা সবাই সজাগ দৃষ্টি রাখব। বক্তারা উক্ত সভায় এমনটাই হুঁশিয়ারি উচ্চারণ করেন । সভাপতি সাহেব সকলকে ঐক্যবদ্ধ থেকে পরিচালনা করার কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়ে সমাবেশ শেষ করেন।