কুষ্টিয়ার খোকসায় ন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন কর্মী ও রিপোটার্স ক্লাবের সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় খোকসা বাস ষ্ট্যান্ডের ন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোটার্স ফাউন্ডেশনের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৌদি প্রবাসী বাংলাদেশ রেমিট্যান্স যোদ্ধা, ২০২৪ সালের কুষ্টিয়া জেলার রেমিট্যান্সে প্রথম স্থান আধিকারিক পদক প্রাপ্ত ও ন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোটার্স ফাউন্ডেশনের কুষ্টিয়া জেলা শাখা কার্যালয়ের প্রধান উপদেষ্টা আলহাজ আনোয়ার খান। এ সময় উপস্থিত সাংবাদিকরা সৌদি প্রবাসী ও রেমিট্যান্স যোদ্ধা আলহাজ্ব আনোয়ার খানকে সন্মানা স্বারক প্রদান করেন। এ সময় খোকসা উপজেলার বিভিন্ন পত্রিকার উপজেলা প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন খোকসা ন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশনের সাংবাদিক শেখ আকরাম হোসেন।