বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল ক্যারিয়ারের শুরুতেই ব্যাপক সাফল্য অর্জন করলেও একসময় অভিনয় জগত থেকে দূরে সরে যান। সম্প্রতি এই সাবেক জনপ্রিয় তারকা দুবাইয়ে শিল্পপতি নির্বাণ বিড়লার সঙ্গে সময় কাটাচ্ছেন।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ছবিতে নির্বাণকে আমিশা'র বাহুডোরে দেখা গেছে।
সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করা ওই ছবির ক্যাপশনে আমিশা লেখেন - আমার ডার্লিংয়ের সঙ্গে সুন্দর একটি সন্ধ্যা। নির্বাণও এর উত্তরে ‘ডার্লিং’ লেখেন। এই ছবি প্রকাশিত হওয়ার পর নেটিজেনদের মধ্যে গুঞ্জন শুরু হয়েছে, যে তারা হয়তো একে অপরের সঙ্গে সম্পর্কিত।
জানা গেছে, আমিশা'র বয়স এখন ৪৯ এবং নির্বাণের বয়স ৩০। বয়সের পার্থক্য নিয়ে আলোচনা হলেও অভিনেত্রী এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। যদিও নেটিজেনরা এই প্রেমিক জুটিকে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন।
আমিশা প্যাটেল নিজের আসার আগে পেশাগত জীবনে আসার আগে পড়াশোনার দিকে ছিল বিশেষ মনোযোগী ছিলেন। আর বলিউডে আসার আগেই শিক্ষা সম্পন্ন করেন। আমেরিকার বোস্টনে বায়ো ইঞ্জিনিয়ারিং পড়ার পর বিষয় পরিবর্তন করে তিনি অর্থনীতিতে স্নাতক হন। পড়াশোনা শেষ করে বিদেশে চাকুরীও পান।
কিন্তু চাকুরী ছেড়ে দেশে ফিরে নাট্যাভিনয়ে যুক্ত হন এবং একের পর এক ছবিতে অভিনয় করে ব্যাপক সাফল্য অর্জন করেন। তবে ক্যারিয়ারের পাশাপাশি তাকে বারবার প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে - আপনি কি নিজেকে এই ইন্ডাস্ট্রিতে বেমানান মনে করেন ?এমনকী কিছু সময়ে ব্যক্তিগত জীবনেও তিনি সমস্যার সম্মুখীন হয়েছেন, যার মধ্যে ছিল আর্থিক প্রতারণার অভিযোগ।