বিএনপির সাংগাঠনিক সম্পাদক অ্যাড. সৈয়দ শাহিন শওকত বলেছেন, ১৯৭১ সালে পাকিস্তানের থেকে স্বাধীন হয়েছি মোদির কাছে সমর্পণ করার জন্য নয়। মোদি হাসিনাকে ক্ষমতায় বসাতে চাই, আমরা মোদিকে হুঁশিয়ারি করে বলতে চাই, বাংলাদেশ নিয়ে খেলবেন না। বাংলাদেশ কলাগাছ না, বাংলাদেশের প্রতিটি নাগরিক একেকটি তেঁতুলগাছ। বেশি ঘেঁষাঘেঁষি করবেন, গায়ের চামড়া উঠে যাবে।
১৬ ডিসেম্বর বুধবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ স্টেডিয়ামে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র্যালীতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত র্যালী শেষে সংক্ষিপ্ত সমাবেশ তিনি আরও বলেন, এই দেশকে স্বাধীন করতে আমরা ৭১ সালে রক্ত দিয়েছি। আর গত ৫ আগষ্ট নতুন করে ভারতের আধিপত্যবাদ ও তাদের পুতুল সরকার হাসিনাকে উৎখাত করে নতুনভাবে স্বাধীন হয়েছে।
বিএনপ নেতা সৈয়দ শাহিন শওকত বলেন, বিএনপি ক্ষমতায় আসলে ও তারেক রহমান প্রধানমন্ত্রী হলে শিবগঞ্জ উপজেলার সকল মেধাবীদের চাকুরি হবে। এই এলাকার চেহারা পাল্টে দিয়ে নতুন মডেলের শিবগঞ্জ উপহার দিব আপনাদেরকে। র্যালীর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন বিএনপি নেতৃবৃন্দ। বিজয় র্যালীতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।