মাইলস্টোন বলিউডি চলচ্চিত্র ‘ম্যানে পেয়ার কিয়া’তে নতুন নায়িকা হিসেবে অভিনয় করে রাতারাতি বদলে যায় তার জীবন।
ওই ছবির দর্শকপ্রিয়তা দ্রুতই তাকে ভারতের হিন্দি চলচ্চিত্র জগতে সুপারস্টার বানিয়ে দেয়। অথচ তার অভিনয় জীবন শেষ করেন নিজ হাতেই। বলা হচ্ছিল বলিউড ভাইজান সালমান খানের ডেব্যু নায়িকা ভাগ্যশ্রী'র কথা।
জানা যায়, ‘ম্যানে পেয়ার কিয়া’ ছবিতে অভিনয় করার সময় লুকিয়ে প্রেম ও পালিয়ে বিয়ে করেন ভাগ্যশ্রী। তার স্বামীর নাম হিমালয় দাসানি। তিনি পেশায় ব্যবসায়ী। কিন্তু এই বিয়েই নায়িকার জনমভর কান্নার কারণ হয়ে দাঁড়ায়। এই বিষয়ে ভাগ্যশ্রী'র ভাষ্য ছিল - ওই সময় তিনি বাবা - মায়ের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেন। কারণ, তিনি মনে করতেন - একমাত্র তার স্বামী হিমালয়ই তাকে বেশি ভালোবাসেন।
কিন্তু বিয়ের পরেই ভাগ্যশ্রী'র ফিল্ম ক্যারিয়ারে শনি নেমে আসে। ‘ম্যানে পেয়ার কিয়া’তে বাজিমাৎ করার পর একের পর এক ছবির অফার পেতে থাকেন তিনি। কিন্তু সেগুলোর কোনোটিতেই আর আগাননি ভাগ্যশ্রী। কারণ তিনি প্রযোজকদের বলেন, তার ছবিতে স্বামী হিমালয়কেও রাখতে হবে। কিন্তু সেই অনুরোধ কেউই রাখেননি। ফলে তার অভিনয়ও করা হয়নি।
১৯৮৭ সালে নিজের অভিনয় জীবন শুরু করেন ভাগ্যশ্রী, তারপর ১৯৮৯ তে ম্যানে পেয়ার কিয়া ছবিতে অভিনয় করেন সালমানের খানের নায়িকা চরিত্রে। এর অনেক বছর পর রিয়ালিটি শো স্মার্ট জোড়িতে হিমালয়ের সঙ্গে ভাগশ্রীকে দেখা যায়।