গেলো শতকের নব্বই দশকে বলিউডের সেক্সসিম্বল তথা হট নায়িকার স্বীকৃতি পেয়েছিলেন তিনি! তাকে পর্দায় দেখলে, পুরুষদের মনে আগুন ঝরতো।
তিনি মমতা কুলকার্নি। দীর্ঘ ২৫ বছর পর মুম্বইয়ে ফিরেছেন। তার প্রত্যাবর্তনে গুঞ্জন শুরু হয়েছে - তবে কি বলিউডে কামব্যাক করছেন মমতা ?
ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে, এই গুঞ্জনের শুরু মমতার একটি ভিডিও থেকে। সাবেক এই বলিউড অভিনেত্রী তার সোশাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে তিনি বলেছেন, বহু বছর পর ভারতে এলাম। আমার প্রিয় মুম্বইয়ে পা দিলাম। মুম্বইয়ে ফিরে এসে সত্যিই নস্ট্যালজিক লাগছে। ২০০০ সালে মুম্বই ছেড়েছিলাম। এবার ফিরলাম। এত বছর পর আমার দেশকে দেখে ভালো লাগছে। অনেক উন্নতি করেছে। চোখে জল এসে গিয়েছিল যখন মুম্বই বিমানবন্দরে পা দিই।
এই আবেগঘন ভিডিও পোস্ট করলেও, মমতা কিন্তু পরিষ্কার করেননি কেন তিনি এত বছর পর মুম্বইয়ে ফিরেছেন। তবে অভিনেত্রীর ঘনিষ্ঠসূত্রের দাবি, বলিউডের এক পরিচালকের কাছ থেকে নতুন ছবির অফার পেয়েছেন। এই কারণেই নাকি ভারতে ফেরা। সম্প্রতি পুনঃমুক্তি পেয়েছে মমতা কুলকার্নি অভিনীত বলিউডের সুপারহিট ছবি করণ - অর্জুন। ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি ২০২৪ এও দারুণ সাড়া ফেলেছে। এই ছবিতে সালমান খানের বিপরীতে দেখা গিয়েছিল মমতা কুলকার্নিকে।
জানা যায়, ২০০২ সালে ‘কভি তুম কভি হম’ ছবিতে শেষ বারের মতো অভিনয় করতে দেখা যায় মমতাকে। এরপর ইন্ডাস্ট্রি থেকে একেবারে উধাও হয়ে যান তিনি। চার বছর পর মমতার নাম উঠে আসে মাদক পাচারকাণ্ডে। ভিকি গোস্বামী নামে এক মাদক পাচারকারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তিনি। এরপর মুম্বাই ছেড়ে ভিকি এবং মমতা দু'জনেই দুবাই চলে যান। ভিকি পাঁচ বছরের হেফাজতে থাকার শাস্তি পান। জেল থেকে ফিরে এলে মমতাকে নিয়ে কেনিয়ায় চলে যান ভিকি। শোনা যায় যে, ২০১৩ সালে দু'জনে বিয়ে করেন। যদিও বিয়ের কথা কখনও স্বীকার করেননি মমতা।
উল্লেখ্য, ২০২২ সালে আবার ক্যামেরার সামনে আসেন মমতা। কিন্তু বড় বা ছোট পর্দা নয়, ফোনের ক্যামেরার সামনে এসে একটি ভিডিও পোস্ট করেছিলেন তিনি। এই ভিডিওটি নেটে ছড়িয়ে পড়ায় আবার তাকে নিয়ে চর্চা শুরু হয়।