রাজধানীর মিরপুরে কওমী মাদ্রাসার শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ৪৭তম কেন্দ্রীয় পরীক্ষার মেধা তালিকায় উত্তীর্ণ কৃতি ছাত্রদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
৩০ নভেম্বর শনিবার বিকেল সাড়ে তিনটায় মিরপুর কেন্দ্রীয় মসজিদ ও জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া (মাদরাসা) কমপ্লেক্সে মসজিদ ও মাদ্রাসায় সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা ও মহানগর উত্তরের আহবায়ক আমিনুল হক।
আমিনুল হক কৃতি শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট প্রদান করেন।
মিরপুর কেন্দ্রীয় মসজিদ ও জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া (মাদরাসা) কমপ্লেক্স এর মসজিদ ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মুন্সী মো. ধনু মিয়ার সভাপতিত্বে এবং মসজিদ ও মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. নূরুল আমিনের সার্বিক তত্বাবধানে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মাহাবুব আলম মন্টু,পল্লবী থানা যুবদলের সভাপতি হাজী নূর সালাম, জাসাস ঢাকা মহানগর উত্তর এর যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আলী আশরাফ লিটনসহ প্রমুখ।