আওয়ামী লীগের মিথ্যা মামলায় ৬ বছর কারাগারে বন্দি ছিলেন গোলাপ ও সাব্বির (২৮ নভেম্বর ২০২৪) সন্ধা ৬ টার সময় জামিন হয়েছে, এ সময় বিএনপির নেতাকর্মীরা চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের সামনে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানিহাটি ইউনিয়ন গ্রাম রামচন্দ্রপুর বিএনপি দুই সাবেক নেতা মো. গোলাপ হোসেন পিতা লাল মোহাম্মদ একুই গ্রামে বাড়ি মো:সাব্বির হোসেন নয়ন পিতা আবুল কালাম আজাদ।
বিএনপির সদস্য গোলাপ হোসেন বলেন, শুধু মাত্র রাজনৈতিক প্রতিহিংসায় বিএনপির সদস্য হওয়ায় ৩৮ টি মামলা এবং ২০১৪ সালে এসআই এর চাকরি পেয়েছিলাম শুধু মাত্র বিএনপির সদস্য হওয়ার কারণে চাকরিটি হয় নি, এখানে শেষ করেনি বিভিন্ন মামলা, হামলায় দিয়ে আমি আমার পরিবার এগিয়ে যেতে না পারে সেজন্য বিভিন্ন মামলা দিয়েছে। পরবর্তীতে জানতে পারি আমার নামে ৩৮ টি মামলা এবং আমার ভাই মো রহমত আলীর নামে ৭৮ টি মামলা দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
বিএনপির সদস্য, সাব্বির হোসেন নয়ন বলেন, আমার নামে কতটি মামলা রয়েছে আমি নিজেই জানি না কিন্তু ৩০ টির বেশি মামলা, শুধু মাত্র বিএনপির রাজনীতি করি এলাকায় অনেক জনপ্রিয়তা এজন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা মামলা করেছে। তিনি বলেন যে ভারপ্রাপ্ত তারেক রহমানের নির্দেশে আগামীর বাংলাদেশ গড়ার জন্য সকলকে এগিয়ে আসতে হবে। একসাথে কাজ করতে হবে পরিশেষে তিনি সবার সহযোগীতা ও প্রত্যাশা কামনা করেন।