ভারতের দক্ষিণী চলচ্চিত্রের সুপারস্টার আল্লু অর্জুন আর রাশমিকা মান্দানা অভিনীত স্মরণকালের সুপারহিট 'পুষ্পা' ছবির সিকুয়েল 'পুষ্পা - ২ দ্য রুল' এর ট্রেলার প্রকাশিত হয়েছে। আর এই নিয়ে চলছে দর্শকদের মধ্যে উন্মাদনা।
জানা গেছে, বিহারের পাটনার গান্ধী ময়দানে এ উপলক্ষে জনসমুদ্র পরিলক্ষিত হয়েছে আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানাকে দেখার জন্য। তবে এই দুইজন মূল চরিত্র ছাড়াও সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন দক্ষয়িনী চরিত্রে অন্যরকম দক্ষিণী সুন্দরী অনুসূয়া ভরদ্বাজকে দেখার জন্য।
পুষ্পা ছবিতে এই চরিত্রে অত্যন্ত নজর কেড়েছিলেন তিনি। সবে চল্লিশ পেরোনো অনুসূয়া নিজের লুক নিয়ে সবসময় অত্যন্ত আত্মবিশ্বাসী। পুষ্পা - ২তে তাই নিজের ঝলক দেখানোর জন্যে অধীর হয়ে আছেন অনুসূয়া।