এখানে আপনার পণ্য বা সেবার বিজ্ঞাপন দিন।

ঢাকা ২১ নভেম্বর ২০২৪ বৃহস্পতিবার

ব্রেকিং

নিয়োগ বিজ্ঞপ্তি: বাংলাদেশর সকল জেলায় জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি ও বিজ্ঞাপন প্রতিনিধি পদে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ নিউজ সাইটের যোগাযোগ অংশে প্রদত্ত ঠিকানায় (ফোন, ইমেইল) যোগাযোগ করুন।

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৪, ১৬:১১

আপডেট: ২০ নভেম্বর ২০২৪, ১৬:১১

৪৯

শেয়ার:

কেনো প্রভু দেবা'র থেকে আলাদা হয়ে যান নয়নতারা ?

ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় তারকা নয়নতারাকে বলা হয় ‘লেডি সুপারস্টার’। বরাবরই নিজের ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই ভালোবাসেন এই তারকা। এমনকী খুব বেশী সাক্ষাৎকার দিতে দেখা যায় না তাকে।

News

সম্প্রতি ‘নয়নতারা - বিয়ন্ড দ্য ফেয়ারিটেল’ নামে এক তথ্যচিত্রে নিজের জীবন ও ক্যারিয়ার সম্পর্কে মুখ খুলেছেন অভিনেত্রী। আর সেখানেই নিজের সম্পর্কে দীর্ঘদিন ধরে চলা গুঞ্জনকেই মান্যতা দিয়েছেন নয়নতারা। অকপটে জানিয়েছেন, নিজের এক প্রেমিকের পরামর্শে ক্যারিয়ারের শীর্ষে থাকাকালীন অভিনয় ছেড়ে দিয়েছিলেন তিনি।

'নয়নতারা - বিয়ন্ড দ্য ফেয়ারিটেল' এ নিজের সম্পর্কে নানান অজানা কথা বলেছেন নয়নতারা। যদিও তার জীবনে আসা পুরুষদের নাম তিনি নেননি। দ্বিতীয় প্রেম নিয়ে কথা বলতে গিয়ে নয়নতারা বলেন, ওই ব্যক্তিই আমাকে অভিনয় ছেড়ে দিতে বলেছিলেন। এমন নয় যে আমার কাছে অন্য কোনো বিকল্প ছিল। তাই তিনি আমাকে অভিনয় ছেড়ে দিতে বলেছিলেন আর আমিও তাতে রাজি হয়ে গিয়েছিলাম।

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে কান পাতলেই শোনা যায়, ২০১০-১৩ সাল নাগাদ তারকা অভিনেতা প্রভু দেবা'র সঙ্গে নয়নতারা'র সম্পর্ক ছিল। প্রভু দেবা প্রকাশ্যে তাঁর স্ত্রী লতাকে ছেড়ে নয়নতারাকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেছিলেন।তবে নীরবতা বজায় রেখেছেন নয়নতারা। ওই সময়, নয়নতারা ক্যারিয়ারের শীর্ষে থাকা সত্ত্বেও ২০১১ সালে প্রায় দুই বছরের জন্য চলচ্চিত্র জগৎ থেকে দূরে সরে যান। ওই সময় শোনা যায়, প্রভু দেবাকে তার স্ত্রী এবং পরিবার নয়নতারা'র থেকে দূরে সরে আসার জন্য চাপ দিতে থাকেন। মূলত এই কারণেই নয়নতারা ও প্রভু দেবা আলাদা হয়ে যান। পরে ২০১৩ সালে নয়নতারা আবারও চলচ্চিত্রে ফিরে আসেন। এর জন্য অভিনেত্রী নাগার্জুনাকে ধন্যবাদ জানিয়েছেন। তার কথায় - যখন সবাই ভেবেছিল আমার ক্যারিয়ার শেষ, তখন উনিই আমায় কাজ দেন।

জানা যায়, পরিচালক সত্যন আন্থিক্কড় এর  ২০০৩ সালের হিট মায়ায়ালম ছবি 'মানসিন্নাকারে' দিয়ে নয়নতারা অভিনয় দুনিয়ায় পা রেখেছিলেন। মাঝে দীর্ঘ বিরতির পর আবারও প্রত্যাবর্তন সম্পর্কে কথা বলতে গিয়ে নয়নতারা বলেন, দুই বছরের বিরতির পরে একদিন শুধুমাত্র উনি আমাকে ফোন করেছিলেন। সেদিন আমরা প্রায় ৪-৫ ঘণ্টা কথা বলি। কিছু সময়ে, আপনার কথা শুনবে এমন লোকেরও প্রয়োজন হয়। উনি অনেক বিষয় আমায় পরামর্শ দিয়েছেন। ওই সময় এমন কারও সঙ্গে কথা বলা দরকার ছিল যিনি আপনাকে শুরু থেকে চেনেন। এটা সেই সময়কার কথা, যখন নয়নতারা আবারও ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন।

নয়নতারা অভিনয়ে ফেরার পর আবারও একবার সুন্দর সময়ের মুখ দেখেন। তার পরপর বেশকিছু ছবি হিট হয়েছিল এরপর ২০২৩ সালে ‘জওয়ান’ এর হাত ধরে বলিউডে রা রাখেন দক্ষিণী ছবির লেডি সুপারস্টার। ব্যক্তিগত জীবনে পরিচালক ভিগনেস শিবনকে বিয়ে করেন অভিনেত্রী। এই দম্পতির যমজ সন্তান রয়েছে- উয়ির ও উলাগ নামের।


নয়নতারা

মন্তব্য করুন-

বাংলাদেশর সকল জেলায় জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি ও বিজ্ঞাপন প্রতিনিধি পদে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ নিন্মোক্ত ঠিকানায় যোগাযোগ করুন।

নাম: আহসান হাবিব সোহেল
মোবাইল: ০১৭১২২৩১৩৯০
ইমেইল: doinikvoreraloi@gmail.com