এক সময়কার বলিউডি চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পূজা বেদী। তার মতো খুব কম অভিনেত্রীই আছেন যারা অকপট স্বীকারোক্তি ও নিজেদের ভুলগুলো নিয়ে খোলামেলা কথা বলতে পারেন।
পূজা বেদী সত্যিকার অর্থেই সাহসী অভিনেত্রীদের একজন। সম্প্রতি হায়দরাবাদে এফআইসিসিআই ফ্লো ইভেন্টে তিনি তার সাহসী বক্তব্য দিয়ে দর্শকদের অবাক করে দিয়েছিলেন। অভিনেতা কবীর বেদী তনয়া পূজা সেখানে জানান, তিনি একজন ভয়ঙ্কর অভিনেত্রী ছিলেন। তিনি বলেন, আমি ভয়ঙ্কর অভিনেত্রী ছিলাম। অভিনয়ের সময় প্রায়শই আমার ক্লিভেজ ব্যবহার করতাম আমার অভিনয় দুর্বলতা ঢাকতে।
মেয়ে তরুণী অভিনেত্রী আলায়া ফার্নিচারওয়ালাকে নিয়ে পূজা বলেন, সকাল ৬টায় ঘুম থেকে ওঠে, সে তার সময়সূচি জানে এবং নিজের কাজে পুরোপুরি মনোনিবেশ করে। কোনো কিছুই তাকে বিভ্রান্ত করে না - না তার সামাজিক জীবন, প্রেম জীবন বা এমনকী তার বাবা - মা। জানা যায়, আলায়া চার বছর আগে জওয়ানি জানেমন (২০২০) দিয়ে আত্মপ্রকাশ করেছিলেন এবং সম্প্রতি তাকে বড় বাজেটের অ্যাকশন ফিল্ম বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ (২০২৪) তেও দেখা গিয়েছিল। এতে তিনি অক্ষয় কুমার, টাইগার শ্রফ এবং মানুশি চিল্লার সঙ্গে অভিনয় করেছিলেন।
পূজা বেদী চলচ্চিত্র জগতে নিজের আত্মপ্রকাশের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, আমি কখনোই অভিনয় করতে চাইনি। আমার প্রথম ছবি দুর্ঘটনাবশত হয়েছিল, এবং আমি কেবল জো জিতা ওহি সিকান্দার (১৯৯২) করেছিলাম কারণ তখন আমার অর্থের প্রয়োজন ছিল।স্পোর্টস, প্রেম, গরীব, বড়লোকের লড়াই নিয়ে নির্মিত ওই ছবিতে আমির খানও অভিনয় করেছিলেন। লাল পোশাকে মার্কিন অভিনেত্রী মেরিলিন মনরোর স্টাইলে স্কার্ট উড়ে যাওয়ার দৃশ্য সেই সময় বক্স অফিসে হইচই ফেলে দিয়েছিল। বিশেষ করে এই ছবির ‘পহেলা নেশা’ গান তো কালজয়ী।
ওই গানটি নিয়ে পূজা বেদী বলেন, প্রথমে, আমি সেই বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেছিলাম, তবে আমি বুঝতে পেরেছিলাম যদি আমাকে সেক্সি বলা হয় তবে আমি এটির মালিক হতে পারি এবং এতে সেরা হতে পারি।