এখানে আপনার পণ্য বা সেবার বিজ্ঞাপন দিন।

ঢাকা ২৯ জানুয়ারী ২০২৫ বুধবার

ব্রেকিং

নিয়োগ বিজ্ঞপ্তি: বাংলাদেশর সকল জেলায় জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি ও বিজ্ঞাপন প্রতিনিধি পদে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ নিউজ সাইটের যোগাযোগ অংশে প্রদত্ত ঠিকানায় (ফোন, ইমেইল) যোগাযোগ করুন।

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৪, ১৯:৩৪

আপডেট: ০১ নভেম্বর ২০২৪, ১৯:৩৪

১৪১

শেয়ার:

পঞ্চাশেও কীভাবে মেদহীন ছিপছিপে শিল্পা!

বলিউড তারকা শিল্পা শেঠি এখনও সেক্সগ্ল্যাম দিয়ে বৃদ্ধ - যুবা সবার মন জয় করেন। অথচ তার বয়স এখন পঞ্চাশ ছুঁইছুঁই।

News

কিন্তু তাকে দেখে মনে হবে যেন কলেজ পড়ুয়া স্লিম ফিগারের এক তরুণী। তার মেদহীন ছিপছিপে চেহারায় মুগ্ধ সবাই। যদিও শিল্পা দুই সন্তানের মা। এই বয়সেও তিনি কীভাবে ছিপছিপে চেহারা আর লাবণ্য ধরে রেখেছেন - এই বিষয়টা সত্যিই প্রশংসনীয়। নিজের চেহারায় এই তারকা অভিনেত্রী এতটুকু বয়সের ছাপ পড়তে দেননি। শিল্পা'র রূপলাবণ্য এবং সৌন্দর্যের নেপথ্যে অনেকাংশ জুড়ে রয়েছে তার ডায়েট ও শরীরচর্চা অভ্যাস। 

বিভিন্ন সাক্ষাৎকারে শিল্পা অনেক বার জানিয়েছেন, নিয়ম করে যোগাসন, কার্ডিয়ো, ওয়েট ট্রেনিংয়ের পাশাপাশি খাওয়া - দাওয়া নিয়ে অতিমাত্রায় সচেতন তিনি। তার মতে, ডায়েট করা মানে না খেয়ে থাকা নয়। এই প্রসঙ্গে শিল্পা জানান, তিনি নাকি খুবই ভোজনরসিক। মুচমুচে ফুচকা পুদিনার চাটনিতে ডুবিয়েও খান, আবার টপাটপ রসগোল্লাও মুখে পোরেন। তাহলে কেমন ডায়েট করে এমন চেহারা ধরে রেখেছেন এই তারকা ?

ভারতীয় একটি গণমাধ্যম থেকে জানা গেছে, শিল্পা'র রোজকার সকাল শুরু হয় ঈষদুষ্ণ পানির লেবুর রস খেয়ে। কাঠবাদাম দুধ, কলা, মধু এবং ওট্স দিয়ে বানানো বিশেষ এক রকম স্মুদিও থাকে তার সকালের নাস্তায়। এই খাবারটা তিনি ঘুরিয়ে - ফিরিয়ে খেতে পছন্দ করেন। কড়া করে ব্রাউন ব্রেড সেঁকে তাতে মোটা করে সাদা মাখন লাগিয়ে খেতে নাকি বেশ ভালবাসেন তিনি। প্রায়শই তার সকালের খাবারে এই পদটি থাকে। তাছাড়া দোসা, সবজি দিয়ে স্ন্যাডউইচও খান তিনি। দুধ খেতেও  ভালোবাসেন শিল্পা। গরুর দুধ নয়, বেশি আয়রনের জন্য মোষের দুধই পছন্দ তার। তবে শিল্পা'র পরামর্শ, শরীর বুঝেই তা খাওয়া উচিত। গ্যাস - অম্বলের সমস্যা বা বদহজম না ভোগালে মোষের দুধ খাওয়া যেতেই পারে।

জানা গেছে, ভালোমন্দ খেলেও বাড়ির খাবার খেতেই পছন্দ করেন শিল্পা। মাঝেমধ্যে যদিও রেস্তরাঁয় গিয়ে কেক-পেস্ট্রি খাওয়ার ভিডিও পোস্ট করেন ইনস্টাগ্রামে। তবে তিনি যা-ই খান না কেন, তা পরিমিত পরিমাণে খেতেই নাকি পছন্দ করেন। যারা ওজন কমাতে চান তাদের জন্য শিল্পা'র পরামর্শ হলো - পছন্দের খাবার সপ্তাহে এক দিন খাওয়া যেতেই পারে, তবে তা খেতে হবে পরিমিত। যেমন, তিনি সপ্তাহে এক দিন টক পানি, পুদিনার চাটনি দিয়ে ফুচকা খেতে পছন্দ করেন। অথবা দু'তিনটি রসগোল্লা দিব্যি খেয়ে নেন। যতই তার ব্যস্ততা থাক, দুপুরের খাবার ১২টা থেকে ১টার মধ্যেই খেয়ে নেন শিল্পা। সবজি দিয়ে খিচুড়ি এক কাপ, একটি সেঁকা পাঁপড় আর সামান্য রসুনের আচার - তার খুবই প্রিয়। শিল্পা বলছেন, সাদামাঠা ভাত, ডাল আর সবজি খেতেই পছন্দ করেন তিনি। তবে, তার মা নিজের হাতে রেঁধে পাঠালে তখন রাজমা  চাউলের সঙ্গে মাখো মাখো পনির খেতে দ্বিধা করেন না।

সারাদিনে যা-ই খান না কেনো, রাতের খাবার নিয়ে যথেষ্ট সচেতন শিল্পা। জানাচ্ছেন, রাত ৮টার পর পানি ছাড়া আর কিছুই মুখে তোলেন না। সন্ধে ৭টার মধ্যে সামান্য স্যুপ খেয়ে নেন। এক্ষেত্রে তার পরামর্শ, ওজন কমাতে হলে রাত ৮টার পরে আর কিছুই খাওয়া চলবে না। ফল বা দুধও না। ওই সময়টাতে পাকস্থলীকে বিশ্রাম দিতে হবে। তা হলেই সারা দিনের খাবার ভালোভাবে হজম হবে। এই নিয়ম মেনেই নাকি কয়েক মাসে ৩০ কেজির উপর ওজন কমিয়েছিলেন শিল্পা।


শিল্পা শেঠি

মন্তব্য করুন-

বাংলাদেশর সকল জেলায় জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি ও বিজ্ঞাপন প্রতিনিধি পদে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ নিন্মোক্ত ঠিকানায় যোগাযোগ করুন।

নাম: আহসান হাবিব সোহেল
মোবাইল: ০১৭১২২৩১৩৯০
ইমেইল: doinikvoreraloi@gmail.com