রবিবার ২০ অক্টোবর সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়ন এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালককৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম, জেলা কৃষি বিপণন কর্মকর্তা সালেহ্ মোহাম্মদ আব্দুল্লাহ, জাতীয় পুরস্কার প্রাপ্ত কৃষক ও ভোক্তা অধ্যাপক মোজাম্মেল হোসেন, হোটেল রেস্টুরেন্ট মালিক সমিতির সভাপতি শাহ আলম, বড় বাজার মুদি দোকানের যুগ্ম সাধারণ সম্পাদক মিহির সাহা, মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি ওলি উল্লাহ, কাঁচামাল সমিতির সভাপতি রওশন আলী, মুরগি বাজার ব্যবসায়ী ইব্রাহিম গাজী, জেলা গ্যাস ডিস্ট্রিবিউশন সমিতির সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম রাশি।
সারাদেশে বন্যার প্রাদুর্ভাবে কৃষি পণ্যের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ফলে সবজির উৎপাদন ব্যহত হচ্ছে, রাখি পণ্যের উপর চাহিদা বেড়ছে ফলে অসাধু ব্যবসায়ীরা দাম বৃদ্ধির সুযোগ পাচ্ছে, এলপিজি গ্যাস সরবারহের সিন্ডিকেট মুক্ত করে করলে সরকারি নির্ধারণী দামে বিক্রয় সম্ভব, আমদানির উপর নির্ভর পণ্যের গুণগত মান ও সময়ের উপর দামের কম বেশি হয়। এছাড়া ব্যবসায়ীরা জানান বড় বাজার থেকে বছরে প্রায় ৫৫ লক্ষ টাকা ইজারা টোল দেওয়া হলেও বাজারের উন্নয়নে কোন কাজ করা হয় না এতে জেলা প্রশাসক বাজারের অবকাঠামো উন্নয়নের আশ্বাস দেন।
সভায় জেলা পর্যায়ের সরকারি দপ্তর কর্মকর্তা, ক্যাব সদস্য, ব্যবসায়ী, ভোক্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসান।