এখানে আপনার পণ্য বা সেবার বিজ্ঞাপন দিন।

ঢাকা ২১ নভেম্বর ২০২৪ বৃহস্পতিবার

ব্রেকিং

নিয়োগ বিজ্ঞপ্তি: বাংলাদেশর সকল জেলায় জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি ও বিজ্ঞাপন প্রতিনিধি পদে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ নিউজ সাইটের যোগাযোগ অংশে প্রদত্ত ঠিকানায় (ফোন, ইমেইল) যোগাযোগ করুন।

মো:মিজান মৃধা ফরিদপুর জেলা ক্রাইম রিপোর্টার প্রতিনিধি:

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৪, ১৫:০৩

আপডেট: ২০ অক্টোবর ২০২৪, ১৫:০৩

১১৩

শেয়ার:

গাছের সাথে এ কেমন শত্রুতা!

মানুষ কীভাবে এমন কাজ করতে পারে? বিবেক কতটুকু নিচে গেলে গাছের সঙ্গে এমন শত্রুতা করতে পারে? এটি মারাত্মক একটি অন্যায় কাজ।

News

মানুষে মানুষে শত্রুতা হয়। কিন্তু গাছের সাথে এ কেমন   শত্রুতা! শুনতে অবাক লাগলেও ঘটনাটি ঘটেছে ফরিদপুরের আলফাডাঙ্গা  উপজেলার  টগরবন্দ ইউনিয়নের চরডাঙ্গা গ্রামে  । সেখানে শত্রুতার জেরে রাতের আধারে কেটে সাবাড় করা হয়েছে ৩০ শতাংশ  জমির  ওপর নার্সারি।

এলাকায়বাসি জানান, নিভৃত পল্লী গ্রামের বাসিন্দা হেমায়েত হোসেন (৫৫)। দীর্ঘকাল প্রবাসে থাকার পর দেশে এসে নিজস্ব ৩০ শতক জমিতে গড়ে তুলেছিলেন নার্সারি। দিনবদলের স্বপ্নে রোপণ করছিলেন নানা প্রজাতির গাছের চারা। ধীরে ধীরে এ গাছগুলো বড় হয়ে ফল ধরার উপযোগী হয়েছিল। কোনো কোনো গাছে ফলও এসেছিল। এরই মধ্যে একদল দুর্বৃত্ত হানা দেয় এই নার্সারিতে।

মুহূর্তে প্রায় তিন শতাধিক গাছ কেটে সাবার করে ফেলেছে তারা। চোখের নিমিষে চুরমার হয়ে গেছে হেমায়েতের সেই স্বপ্ন। রোববার (২০ অক্টোবর) সকালে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের চরডাঙ্গা গ্রামে গিয়ে দেখা যায়, ফাহিম এগ্রো এন্ড নার্সারি নামের ওই নার্সারির গাছ কাটার ভয়াবহ দৃশ্য। এসময় কাটা গাছ ধরে অঝরে কাঁদছিলেন নার্সারি মালিক হেমায়েত।

সরেজমিনে জানা যায়, ওই গ্রামের মৃত হাতেম শেখের ছেলে হেমায়েত হোসেন দীর্ঘকাল প্রবাসে থাকার পর ২০২১ সালে দেশে এসে পৈত্রিক সম্পত্তির ৩০ শতাংশ জমিতে বাণিজ্যিকভাবে নার্সারি স্থাপন করেন। কিন্তু গত ১৫ অক্টোবর ভোরে প্রতিদিনের ন্যায় নার্সারিতে এসে দেখতে পান রাতের অন্ধকারে একদল দুর্বৃত্ত তার নার্সারির মালটা, কমলা, বড়ই, আম, লিচু, থাই জাম্বুরাসহ ছোট-বড় বিভিন্ন প্রজাতির তিন শতাধিক গাছ কর্তন করে ফেলে রেখেছে।

ক্ষতিগ্রস্ত নার্সারির মালিক হেমায়েত হোসেন বলেন আমার সঙ্গে কারও শত্রুতা নেই। তবে আমার নার্সারির ভিতরে কিছু উন্মুক্ত জায়গা রয়েছে। ওই জায়গায় এলাকার কিছু যুবক হাডুডু খেলে। একারণে গত ১৪ অক্টোবর বিকালে নার্সারিতে একটি গেট নির্মাণ করি। আমার ধারণ, এ-কারণে ক্ষিপ্ত হয়ে ওই যুবকগুলো রাতের আঁধারে নার্সারিতে প্রবেশ করে আমার এ সর্বনাশ করেছে। এদিকে এ ঘটনায় ক্ষতিগ্রস্ত নার্সারির মালিক হেমায়েত হোসেন প্রতিকার চেয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। জানতে চাইলে 

আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ হারুন-অর রশীদ বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


গাছ

মন্তব্য করুন-

বাংলাদেশর সকল জেলায় জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি ও বিজ্ঞাপন প্রতিনিধি পদে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ নিন্মোক্ত ঠিকানায় যোগাযোগ করুন।

নাম: আহসান হাবিব সোহেল
মোবাইল: ০১৭১২২৩১৩৯০
ইমেইল: doinikvoreraloi@gmail.com