এখানে আপনার পণ্য বা সেবার বিজ্ঞাপন দিন।

ঢাকা ২১ নভেম্বর ২০২৪ বৃহস্পতিবার

ব্রেকিং

নিয়োগ বিজ্ঞপ্তি: বাংলাদেশর সকল জেলায় জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি ও বিজ্ঞাপন প্রতিনিধি পদে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ নিউজ সাইটের যোগাযোগ অংশে প্রদত্ত ঠিকানায় (ফোন, ইমেইল) যোগাযোগ করুন।

মোঃ আহাজ উদ্দীনঃ

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৪, ২২:১৩

আপডেট: ১৮ অক্টোবর ২০২৪, ২২:১৩

২৩১

শেয়ার:

সাতক্ষীরায় মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার ও পুলিশের সহযোগিতায় বাল্যবিবাহ বন্ধ

সাতক্ষীরায় মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের নির্দেশনায় ও পুলিশ বাহিনীর সহযোগিতায় সাতক্ষীরার তিন উপজেলায় তিন শিশুর বাল্যবিবাহ প্রতিরোধ করেন।

News

শুক্রবার ১৮ অক্টোবর সকালে থেকে বিকাল পর্যন্ত পুলিশের সহায়তায় প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর তালার ধানদিয়া, সদরের পৌর ৬নং ওয়ার্ড ও আশাশুনির সদর ইউনিয়নে ১টা‌ করে মোট ৩টি শিশুর বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। 

সাতক্ষীরা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সাকিবুর রহমান বাবলা বলেন, শুক্রবার বেলা ১১ টায় তালা উপজেলা ধানদিয়া ইউনিয়নের সেনেরগাতি গ্রামের মিলন বৈরাগী ১৭ বছরের কিশোরী কন্যা সরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৮ শ্রেণির ছাত্রীকে পার্শ্ববর্তী যশোর জেলার ঝিকরগাছা উপজেলা গদখালী এলাকার সুশীল সরকারের ছেলে রিপন সরকারের সাথে বিবাহ ঠিক করে। অন্যদিকে আশাশুনি উপজেলার পারবাউগুলি-শ্রীকলা গ্রামের শেখ আনিসুর রহমানের ১৪ বছরের শিশু কন্যা মাধ্যমিক বিদ্যালয় ছাত্রীকে শুক্রবার দুপুরে ছোট পরিসরে বিবাহের আয়োজনে এক‌ই সময়ে সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ড বাঁকাল গ্রামের নূর ইসলামের ১৫ বছরের কিশোরী কন্যা মাধ্যমিক বিদ্যালয় ৯ম শ্রেণির ছাত্রীর বিবাহে বেশ আড়ম্বরপূর্ণ আয়োজন করে।

এসকল বিষয়ে সাতক্ষীরা জেলা ও উপজেলা প্রশাসনে জানানো হলে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহারের‌ নির্দেশনায় তারা সহকর্মীরা ঘটনা স্থলে উপস্থিত হন পুলিশ বাহিনীর সহায়তায়। সদরের পৌর বাঁকালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার উপস্থিতিতে বাল্যবিবাহ প্রতিরোধে মুচলেকা দেয় কন্যার পিতা, তালা ও আশাশুনিতেও কন্যাদ্বয়ের পিতা মুচলেকা দেয় মহিলা বিষয়ক অধিদপ্তর প্রতিনিধির কাছে।


বাল্যবিবাহ

মন্তব্য করুন-

বাংলাদেশর সকল জেলায় জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি ও বিজ্ঞাপন প্রতিনিধি পদে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ নিন্মোক্ত ঠিকানায় যোগাযোগ করুন।

নাম: আহসান হাবিব সোহেল
মোবাইল: ০১৭১২২৩১৩৯০
ইমেইল: doinikvoreraloi@gmail.com