জাতীয় বাল্যবিবাহ নিরোধ দিবস উপলক্ষে ১৬ অক্টোবর (বুধবার) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা, কুইজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা সদরের মহিলা বিষয়ক অধিদপ্তর এছাড়া ব্রেকিং দ্য সাইলেন্স সাতক্ষীরা পরিচালিত ৩০টি কিশোর কিশোরী ক্লাব থেকে ৩০ জন কিশোর কিশোরীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এ জাতীয় বাল্যবিবাহ নিরোধ দিবস। মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসকের প্রতিনিধি আহসান হাবিব। বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক শেখ মোঃ হাসেম আলী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ রিয়াজুল ইসলাম, ওন-স্টপ ক্রাইসিস সেল প্রোগ্রাম অফিসার মোঃ আব্দুল হাই সিদ্দিক, ব্রেকিং দ্য সাইলেন্স- ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম ও মোঃ মেহেদী হাসান, সিডব্লিউসিএস- ইনচার্জ মোঃ রুহুল আমিন। বাল্যবিবাহ নিরোধ আইন বিষয়ে অংশগ্রহণকারীদের মধ্যে কুইজ পরিচালনা করেন সাকিবুর রহমান বাবলা। এই কুইজ পুরস্কার সামগ্রী সরবরাহ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
প্রধান অতিথি বলেন, দেশকে বাল্যবিবাহ মুক্ত করে আর যেন বাল্যবিবাহ দিবস পালন করতে না হয় কারণ ১০টি বাল্যবিবাহ হইলে ২টি বন্ধ করা সম্ভব হয়েছে । বিশেষ অতিথি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক বলেন, শিশুরা শিক্ষা জীবনে মাদক মুক্ত থাকলে ভবিষ্যৎ একটি মাদক মুক্ত জাতি পাবো।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বলেন, আর শিশুর পেটে শিশু নয় শিশুদেরকে শিক্ষা ও সুসাংস্কৃতিকের সাথে সম্পৃক্ত থাকতে হবে।ওন-স্টপ ক্রাইসিস সেল প্রোগ্রাম অফিসার বলেন, পরিবারিক দ্বন্দ্ব অন্যতম প্রধান কারণ অপরিণত বয়সে পরিবার গঠন, ব্রেকিং দ্য সাইলেন্স এর ইনচার্জ বলেন সমাজ থেকে বাল্যবিবাহ মুক্ত করতে সবার ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা।