কুষ্টিয়ার খোকসা উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী।
শনিবার (১২ অক্টোবর) সকাল ১১টার দিকে খোকসা শহরের শোমসপুর কেন্দ্রীয় মন্দির, শ্রী শ্রী আমলাবাড়ী মন্দিরসহ ৫৯ টি পূজা মন্ডপ শতাধিক মোটরসাইকেল বহর নিয়ে পরিদর্শন করেন।
তিনি বলেন, হিন্দু ধর্মের সব থেকে বড় পূজা শারদীয় দুর্গাপূজা এ পূজা আমি দেশের বিভিন্ন দেশে দেখেছি ইংল্যান্ড, লন্ডন, সৌদি আরব ও ভারত সহ বিভিন্ন দেশে ওনারা অনেক বড় আয়োজন করে থাকেন। ম্যাডাম খালেদা জিয়ার নির্দেশ কোনো রকম সাম্প্রদায়িক বিরোধ করা যাবে না। আমরা বাংলাদেশী হিন্দু মুসলিম ভাই ভাই এক সাথে মিলে আমার স্বাধীনতা সাংগ্রাম করেছি। কোন লোক একা স্বাধীনতার কৃতিত্ব নিতে পারবে না। আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রীস্টান এক সাথে মিলেই স্বাধীনতা অর্জন করেছি। আমি হিন্দু ভাইদের বলতে চাই আপনারা সবাই মিলে সুন্দরভাবে পূজা উদযাপন করেন। সে সময় মন্দির কমিটির সভাপতি সেক্রেটারির হাতে কিছু নগত অর্থ সহায়তা করে থাকেন।
এসময় তার সাথে ছিলেন, খোকসা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সভাপতি সৈয়দ আমজাদ আলী,থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও খোকসা সরকারি কলেজের সাবেক প্রিন্সিপাল মোঃ আনিসুজ্জামান আনিস।এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ মেহেদী আহমেদ রুমির সুযোগ্য পুত্র,খায়েজ আহমেদ রুমি, শিমুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল মোমিন বিশ্বাস, বেতবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল আজিজ, শোমসপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান কাজল, গোপোগ্রাম ইউনিয়নের সাবেক সভাপতি শফিকুল ইসলাম শফি, কামরুল জামান শরীফ,৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ, শহিদ মেম্বার, যুবদল নেতা রবিন হোসেন জসিম, মানিক, আনিচ ও মুঙলা মন্ডল, সৈয়দ আমজাদ আলীর সুযোগ্য পুত্র সায়েম হোসেন সহ ইলেকট্রনিক পিন্ট মিডিয়া ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।