বলিউডে অনন্যা পাণ্ডে'র এখন বেশ নাম ডাক। তার নামের সঙ্গে এখন কমবেশি সকলেই পরিচিত। বলিউড অভিনেতা চাঙ্কি পাণ্ডে ও ভাবনা পাণ্ডের মেয়ে তিনি। এই মুহূর্তে অনন্যা তার মুক্তি প্রতীক্ষিত চলচ্চিত্র 'সিটিআরএল' এর প্রচারে ব্যস্ত রয়েছেন।
ভারতীয় গণমাধ্যম থেকে জানা যায়, সম্প্রতি ওই ছবির প্রচারেই অনন্যা পাণ্ডে কমেডিয়ান, অভিনেতা রৌনক রাজানির সঙ্গে কথোপকথনে অংশ নিয়েছিলেন। নেটফ্লিক্সের শেয়ার করা ইউটিউব ভিডিওতে অনন্যাকে বলতে শোনা যায় - খারাপ নজর যাতে না লাগে আমি সেজন্য প্রতি সপ্তাহে বিশেষ কিছু কার্যকলাপ করি। আমি বাড়িতে থাকা মিরচি (মরিচ) পোড়াই, এটা কী জানেন তো ? এটা পোড়ালে যতো বেশি গন্ধ বের হয়, বুঝতে হবে ততো বেশি আপনার নজর লেগেছে। যদিও এর পিছনে আদৌ কোনও বিজ্ঞানসম্মত কারণ আছে কিনা আমি জানি না।
অন্যন্যা আরও বলেন, তার মাও কুসংস্কারে আচ্ছন্ন। অনন্যার কথায় - আমার মা ভাবনা পাণ্ডে লোকের খারাপ দৃষ্টি থেকে রক্ষা করতে আমার কানের পিছনে 'কালো টিকা' লাগিয়ে দেন। এমনকী আমি এই অনুষ্ঠানে আসার আগেও মা ভাবনা আমার কানের পিছনে দুটো কালো বিন্দু লাগিয়েছেন। সবাই ভাবে হয়তো আমি স্নান করি না, বা আমার কানের পিছনে কিছু নোংরা লেগে আছে, কিন্তু আমার মা এটাই বারবার কানে লাগাতে থাকেন।
অনুষ্ঠানে অনন্যা তার কুসংস্কারে বিশ্বাস নিয়ে কথা বললেও 'সিটিআরএল' এর প্রচারে উপস্থিত অন্যান্যরা অবশ্য জানান, এসবে তাদের বিশ্বাস নেই।