কুষ্টিয়ার রাজবাড়ী মহাসড়কের খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের কুঠিপাড়া নামক স্থানে দ্রুতগতিসম্পন্ন ঢাকা থেকে আসা মাইক্রোবাসের ধাক্কায় মক্তবের ৪ কোরআন শিক্ষার্থী মৃত্যু বারণ করেছেন এ সময় একজন আহত হয়েছেন বলে জানা গেছে।
রবিবার সকাল সোয়া ৭ টায় কুষ্টিয়া - রাজবাড়ী মহাসড়কে ঘটনায় নিহতরা হলেন, খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের কুঠিপাড়া গ্রামের হানিফ শেখের মেয়ে মিম খাতুন (১২), পালন শেখের মেয়ে তানজিলা (১১) ও মারিয়া (১২) ও হেলাল শেখের মেয়ে বিথি খাতুন (১২)।
আহত একজন হলেন আনোয়ার হোসেনের মেয়ে ফাতেমা খাতুন (১০)। আহত নিহত এদের সকলের বাড়ি শিমুলিয়া ইউনিয়নের কুঠিপাড়া গ্রামে।
এদের মধ্যে থেকে হানিফ শেখের মেয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে এবং পালং শেখের মেয়ে তানজিলাকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর মৃত্যুবরণ করেছেন বলে জানান হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার শাহিনা খানম। বাকি আহত তিনজনকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার করলে তাদের মধ্য থেকে হেলাল শেখের মেয়ে বিথী ও পালন শেখের মেয়ে মারিয়া চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন।
কুষ্টিয়ার রাজবাড়ী মহাসড়কের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে থানার এসআই হারুন অর রশিদ।
এদিকে কুষ্টিয়া রাজবাড়ী সড়কে উক্ত হতাহতের ঘটনায় বিক্ষুব্ধ জনতারা প্রায় চার ঘন্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। পরে হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট রেশমা খাতুনের হস্তক্ষেপে সড়কের দান চলাচল স্বাভাবিক হয়।