শনিবার ২৮ সেপ্টেম্বর সকাল ১০,৩০মিনিটে রহনপুর ব্যাটালিয়ন (৫৯বিজিবি) এর অধীনস্থ সোনামসজিদ বিওপি অন্তর্গত বালিয়াদীঘি সার্বজনীন দূর্গা মন্দির পরিদর্শন করেন এবং আসন্ন শারদীয় দূর্গা পূজা উদযাপন উপলক্ষে সনাতন ধর্ম অবলম্বী মানুষদের সঙ্গে বিজিবি'র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
দুর্গাপূজা উপলক্ষে উক্ত সভায় আইন শৃঙ্খলা সার্বিক দিকনির্দেশনা মূলক আলোচনা করেন। রহনপুর ব্যাটেলিয়ান ৫৯ বিজিবি'র অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম।
এসময় লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম বলেন, বর্তমান পরিস্থিতিতে গুজবে কান না দিয়ে দেখে,শুনে ও বুঝে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানান। সার্বক্ষণিক নিরাপত্তার স্বার্থে আমরা "বিজিবি" সদা সর্বদা প্রস্তুত আছি ও থাকবো। সনাতন ধর্ম অবলম্বীদের উদ্দেশ্যে বলেন, প্রয়োজনে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে আপনারা ক্যাম্প কমান্ডারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে পারেন। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে পূর্বের নাই সীমান্তের ওপারের ভারতের আত্মীয়-স্বজনদের সাথে দেখাশোনা না করা শূন্য রেখা অতিক্রম না করার জন্য অনুরোধ করেন। মুসলিমদের উদ্দেশ্যে বলেন হিন্দুদের এই বড় দুর্গাপূজা উৎসবে তাদের কোন ধরনের নিরাপত্তার কমতি না হয় সে ব্যাপারে পরামর্শ দেন।
এসময় উপস্থিত ছিলেন, মোহাম্মদ নিজামুল হক (রানা), চেয়ারম্যান; ০২ নং শাহবাজপুর ইউনিয়ন পরিষদ। মোঃ বেলাল হোসেন, সহকারী পরিচালক; ৫৯ ব্যাটালিয়ন,রহনপুর। মোঃ সাইফুর রহমান, সুবেদার (কম্পানি কমান্ডার, সোনামসজিদ) বিজিবি'র সদস্যবৃন্দ, পূজামণ্ডপের সভাপতি/সাধারণ সম্পাদক, গন্যমান্য ব্যক্তিবর্গসহ অন্যরা।